নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.): খুব শীঘ্রই শুভসূচনা হতে চলেছে ‘দেশ কে মেন্টরস’ কর্মসূচির। এই কর্মসূচির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ। অত্যন্ত খুশির সঙ্গে অভিনেতা জানিয়েছেন, “ছাত্র-ছাত্রীদের গাইড করার চেয়ে বড় কোনও সেবা হতেই পারে না।” শুক্রবার সকালে দিল্লিতে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করেন অভিনেতা সোনু সুদ।
এরপর সোনু সুদের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল জানিয়েছেন, “সোনু সুদজি আমাদের ‘দেশ কে মেন্টরস’ কর্মসূচির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে সম্মতি জানিয়েছেন। খুব শীঘ্রই এই প্রোগ্রামের সূচনা হবে।” কেজরিওয়ালের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে সোনু সুদ জানিয়েছেন, “শুক্রবার, লক্ষ-লক্ষ ছাত্র-ছাত্রীদের মেন্টর করার সুযোগ দেওয়া হয়েছে আমাকে। ছাত্র-ছাত্রীদের গাইড করার চেয়ে বড় কোনও সেবা হতেই পারে না। আমি নিশ্চিত, আমরা একসঙ্গে পারব ও করে দেখাব।”