Giving memorandum to the principal : রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ের প্রিন্সিপালের কাছে স্মারকলিপি প্রদান

আগরতলা, ২৬ আগস্ট : পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা গ্রহণের জন্য জোরালো দাবি জানিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর মহা বিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ছাত্রীরা। নির্ধারিত সময়ে পরীক্ষা গ্রহণ না করা হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে জানিয়েছে।


 বৃহস্পতিবার রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ছাত্রীরা প্রিন্সিপালের কাছে স্মারকলিপি প্রদান করেছে। তাদের দাবি হল অনলাইন পরীক্ষার সুচির সঙ্গে ২৫ আগস্ট কলেজ খোলার কোনো সম্পর্ক নেই। তা সত্ত্বেও কেন অনির্দিষ্ট কালের জন্য পরীক্ষা পিছিয়ে দেওয়া হল ? এই বিষয়ে ছাত্র ছাত্রীরা স্পষ্টিকরণ চেয়েছে।


অক্টোবর মাস থেকে নতুন সেশন এর ক্লাস শুরু করার জন্য ইউজিসির নির্দেশিকা রয়েছে। সেক্ষেত্রে যদি ত্রিপুরা ইউনিভার্সিটি তাদের পরীক্ষা অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রাখে তাহলে যেমন ত্রিপুরা ইউনিভার্সিটির সময় মত সেশন শুরু করতে পারবে না। তেমনি যারা মাস্টার ডিগ্রী কোর্সে বহিঃরাজ্যে ভর্তি হতে চায় তারা সম্পূর্ণ ভাবে বঞ্চিত হবে। ছাত্র ছাত্রীদের দাবি পূর্ব নির্ধারিত সুচি অনুসারে যেন পরীক্ষা নেওয়া হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *