তেলিয়ামুড়া, ২৬ আগস্ট : মুঙ্গিয়াকামি ব্লক এলাকার হলুদিয়া এডিসি ভিলেজের খাংলাই পাড়া এলাকায় স্বাধীনতার ৭৫ বছর পরও পানীয় জলের সুযোগ পৌঁছেনি। দীর্ঘ পাহাড়ি পথ পায়ে হেঁটে খোয়াই নদী থেকে জল সংগ্রহ করে এই অপরিশ্রুত পানীয় জল পান করে তৃষ্ণা মেটাতে বাধ্য হচ্ছে গিরিবাসীরা। মুঙ্গিয়াকামী ব্লকের হলুদিয়া এডিসি ভিলেজের খাংলাই পাড়া এলাকায় ২০ থেকে ২২ টি উপজাতি পরিবারের জন্য নেই কোনো পানীয় জলের উৎস। ফলে উপজাতি গিরিবাসীরা দীর্ঘ পাহাড়ি পথ অতিক্রম করে খোয়াই নদীর জল সংগ্রহ করে সেই অপরিশ্রুত জল দিয়ে তেষ্টা নিবারন করে আসছে দীর্ঘ বছরের পর বছর ধরে।
ওই এলাকায় গিয়ে প্রত্যক্ষ করা যায়, এলাকার উপজাতি গিরিবাসীরা বছরের পর বছর ধরে তীব্র পানীয় জল সংকটের মধ্য দিয়ে দিন গুজরান করে আসছে। ফলে উপজাতি অধ্যুষিত গ্রামটিতে জল বাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয় মাঝে মধ্যেই। এলাকাটিতে রাস্তাঘাট না থাকার ফলে জল বাহিত রোগে আক্রান্ত রোগীদের হাসপাতাল নেওয়ার জন্য দীর্ঘ পাঁচ ঘণ্টার খোয়াই নদীর জল পথ অতিক্রম করে আসতে হয় চাকমা ঘাট এলাকায় । সেখান থেকে গাড়ি করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে আসতে হয় তাঁদের। নতুবা ওই এলাকা থেকে জনজাতি অংশের লোকেরা বিলাইখাং ছড়ায় দীর্ঘ প্রায় তিন ঘন্টা পায়ে হেঁটে আসতে হয় স্বাস্থ্য কেন্দ্রে। তাও আবার অসুস্থ রোগীকে চাঁঙ্গারীর মধ্যে রেখে কাঁধে করে বিলাইখাং হয়ে ৪৬ মাইল জাতীয় সড়কে আসতে হয় তাঁদের। সেখান থেকে গাড়ি করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসতে হয় অসুস্থ রোগীদের। এখন দেখার বিষয় কবে নাগাদ মুঙ্গিয়াকামি ব্লকের হলুদিয়া এডিসি ভিলিজের আঠারোমুড়া পাহাড়ের পাদদেশে অবস্থিত ২২ পরিবারের বসবাস খাকলাই এলাকার বসবাসের জনজাতি অংশের মানুষদের জন্য সরকার কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে।

