নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট৷৷ সাতসকালে ধলাই জেলায় আমবাসা মহকুমার অধীন চান্দ্রাইছড়া এলাকায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ পেশায় মোটর শ্রমিক বাবুল দাসকে খুনের অভিযোগ উঠেছে৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুলাই জেলা হাসপাতালে পাঠিয়েছে৷ অস্বাভাবিক মৃত্যু না হত্যা, তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত বলা সম্ভব নয় বলে দাবি পুলিশের৷
মৃতের বোনের অভিযোগ, তাঁর ভাইয়ের দেহে প্রচুর আঘাতের চিহ্ণ রয়েছে৷ অথচ, বিদ্যুতপৃষ্টে তাঁর মৃত্যুর নাটক সাজানো হয়েছে৷ তাঁর দাবি, বাবুলের দেহে বিদ্যুতপৃষ্টের আঘাত পাওয়া যায়নি৷ তাই নিশ্চিত, তাঁকে হত্যা করা হয়েছে৷ তিনি ভাইয়ের খুনের বিচার চেয়েছেন৷ একই দাবি করেন মৃতের সহকর্মীরা৷ জনৈক মোটর শ্রমিক বলেন, আজ সকালে চান্দ্রাইছড়া এলাকায় বাবুলের মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে আমরা ছুটে গিয়েছি৷ তাঁর মাথায়, পিঠে, ঘাড়ে প্রচুর আঘাতের চিহ্ণ রয়েছে৷ শুধু তাই নয়, তাঁর গলায় ধারালো অস্ত্রের আঘাতও রয়েছে৷ তিনি বলেন, হাই ভোল্টেজ বিদ্যুতের তারে লেগে তাঁর মৃত্যু সম্ভব নয়৷ কারণ, বিদ্যুত পৃষ্টের চিহ্ণ তাঁর দেহে ছিল না৷
আমবাসা থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে৷ তবে, অস্বাভাবিক মৃত্যু না খুন তা এখনই বলা সম্ভব নয়৷ পুলিশের দাবি, তদন্ত শুরু হয়েছে৷

