One person died : যান দুর্ঘটনায় প্রান হারালেন এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৪ আগস্ট৷৷ শান্তির বাজার মহকুমার অন্তর্গর জোলাইবাড়ীর দেবদারু এলাকায় আজ সকালবেলা যান দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রান হারালো এক ব্যক্তি৷ ঘটনার বিবরনে জানাযায় মেলাঘরের বাসিন্দা নিমাই দাস ( ৫৮ ) পেশায় একজন শিক্ষক৷ তিনি কোয়াইফাং এডিসি ভিলেজের কৃষ্ণরাম পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বলে জানাযায়৷

নিমাই দাস কর্মসূত্রে জোলাইবাড়ীতে বাসাভারা করে থাকতেন বলে জানাযায়৷ মঙ্গলবার নিমাই দাস জোলাইবাড়ী থেকে কোয়ইফাং এর উদ্দ্যোশ্যে টি আর ০১ ০৮৩৯৩ নাম্বারের সুকটিকরে রোওনাহয়েছেন৷ এরইমধ্যে দেবদারু এলাকায় পৌঁছানোর পর নিমাই দাসের সুকটিতে একটি মালবাহী ট্রাক সজোরে ধাক্কা দেয়৷ এতেকরে নিমাই দাস সুকটি থেকে রাস্তায় ছিটকে পরেযায়৷ দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনার খবরপেয়ে জোলাইবাড়ীর দমকল বাহীনির কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিমাই দাসকে জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান নিমাই দাস ঘটনাস্থলে প্রান হারান৷