Large quantity of dried cannabis recovered : লরি আটক করে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে হাওয়াইবাড়ি চেক পোস্ট এলাকায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট।। তেলিয়ামুড়া হাওয়াইবাড়ি চেক পোস্ট এলাকায় বুধবার সকালে একটি লরি আটক করে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। লরির চালককেও উদ্ধার করেছে পুলিশ। রুটিন চেকিং করার সময় তেলিয়ামুড়া ট্রাফিক ইউনিট এবং তেলিয়ামুড়া থানার পুলিশের যৌথ উদ্যোগে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার শুকনো গাঁজা উদ্ধারকরা হয় । আটক করা হয় গাড়ি চালককে। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন হাওয়াই বাড়ি নাকা পয়েন্ট এলাকায় বুধবার সকালে।

প্রতিদিনের মত তেলিয়ামুড়া ট্রাফিক ইউনিটের কর্তব্যরত এসআই ইন্দ্রজিৎ দেববর্মা এবং তেলিয়ামুড়া থানার পুলিশ গাড়ি চেকিং এ বসে। গাড়ি চেকিং করার সময় হরিয়ানার একটি গাড়ি যার নম্বর এইচ আর ৩৮ জেড৩৮ ১৪৫৩ আসতে দেখে গাড়িটিকে প্রথমে দাঁড় করিয়ে কাগজপত্র চেক করে। এস আই ইন্দ্রজিৎ দেববর্মার সন্দেহ হয় গাড়িতে অবৈধ কিছু থাকতে পারে। পরে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া পুলিশ আধিকারিক সোনা চরন জমাতিয়া এবং তেলিয়ামুড়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মহকুমা পুলিশ আধিকারিক এবং তেলিয়ামুড়া থানার পুলিশ। গাড়িটিকে আটক করে গাড়িতে তল্লাশি চালিয়ে ১৫৫ কেজি শুকনো গাঁজা পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। গ্রেপ্তার করা হয় গাড়ির চালক রাজেশ কুমারকে। তার বাড়ি হরিয়ানার ফিরিদাবাদ।এ ব্যাপারে এনডিপিএস ধারায় তেলিয়ামুড়া থানায় সুনির্দিষ্ট মামলা গৃহীত হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ ও ট্রাফিক পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।