Youth injured at Bishalgarh : বিশালগড়ের ইন্দিরা চৌমুহনী এলাকায় বুধবার পথ দুর্ঘটনায় এক যুবক আহত হয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট।। বিশালগড়ের ইন্দিরা চৌমুহনী এলাকায় বুধবার পথ দুর্ঘটনায় এক যুবক আহত হয়েছে। আহত যুবকের নাম বিকাশ দেবনাথ। দুর্ঘটনা পিছু ছাড়ছে না। প্রতিদিন রাজ্যের কোন না কোন স্থানে পথ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে চলেছে ।

ট্রাফিক পুলিশ ও প্রশাসন দুর্ঘটনা এড়াতে নানা পদক্ষেপ গ্রহণ করলেও তা তেমন কোনো কাজে আসে না। দ্রুতগামী তা-ও অসচেতনতার কারণে বেশিরভাগ ক্ষেত্রে দুর্ঘটনা ঘটে চলেছে।ঘটনার বিবরণে জানা যায়, সকাল দশটা নাগাদ বিশালগড় থানাধীন ইন্দিরা চৌমুহনী এলাকায় বাইক নিয়ে বিশালগড়ের উদ্দেশ্যে আসার পথে পেছন দিক থেকে আসা গাড়ি সজোরে ধাক্কা মারে ।সঙ্গে সঙ্গে বাইক থেকে ছিটকে পড়ে যায় বয়স চল্লিশের ব্যক্তি বিকাশ দেবনাথ ।তার বাড়ি বিশালগড়ের সরকার টিলা এলাকায়।


স্থানীয় পথচলতি লোকেরা দেখতে পেয়ে তড়িঘড়ি খবর দেন বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদেরকে ।তারা ঘটনাস্থলে ছুটে এসে আহত বিকাশ দেবনাথকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তার শরীরের বেশ কিছু জায়গায় আঘাত প্রাপ্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
প্রতিনিয়ত বিশালগড় সহ বিভিন্ন জায়গায় ঘটে চলেছে দূর্ঘটনা ট্রাফিক দপ্তরের খামখেয়ালিপনায় কারণেই ঘটে চলেছে দূরর্ঘটনা ।