নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.): দিল্লিতে দূষণ রুখতে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির কনৌট প্লেসে উদ্বোধন করা হল ধোঁয়া টাওয়ার, এটাই এখনও পর্যন্ত ভারতের প্রথম ধোঁয়া টাওয়ার। এদিন কেজরিওয়াল জানিয়েছেন, দূষণের বিরুদ্ধে লড়তে দিল্লিতে উদ্বোধন করা হল ধোঁয়া টাওয়ার।
সোমবার ধোঁয়া টাওয়ার উদ্বোধন করার পর কেজরিওয়াল জানিয়েছেন, ২৪ মিটার উঁচু টাওয়ারের ক্ষমতা ১০০০ কিউবিক মিটার বায়ু/সেকেন্ড পরিষ্কার করতে সক্ষম। ১ বর্গ কিলোমিটার এলাকায় দূষণ কমাবে। মুখ্যমন্ত্রী জানান, যদি এই পাইলট প্রকল্প সফল হয়, আমরা দিল্লি জুড়ে এই ধরনের টাওয়ার স্থাপন করব।

