Award has been launched : প্রত্যেকের কাজকে স্বীকৃতি দেবার জন্যই পুরস্কার চালু করা হয়েছে : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট৷৷আধুনিক যুগে বিদ্যুৎ ছাড়া কিছু চিন্তাও করা যায়না৷ অথচ এই ক্ষেত্রটি ভীষণ স্পর্শকাতর৷ বিশেষ গুরুত্ব দিয়ে এই ক্ষেত্রে কাজ করতে হয়৷ ত্রিপুরা রাজ্য বিদ্যৎ নিগম লিমিটেড (টিএসইসিএল) এই কাজটিই করে চলেছে৷ আজ সন্ধ্যায় সুুকান্ত একাডেমিতে বিদ্যুৎ সেবা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে উপমুখ্যমন্ত্রী তথা বিদ্যৎমন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন৷ অনুষ্ঠানে রাজ্যে বিদ্যৎ পরিষেবা অক্ষুন্ন রাখার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নিগমের বিভিন্ন স্তরের কর্মচারিদের পুরস্ক’ত করা হয়৷ এরমধ্যে একজনকে মরনোত্তর পুরস্কারও দেওয়া হয়েছে৷ সব মিলিয়ে বিভিন্ন স্তরে ৭৮টি পুরস্কার দেওয়া হয়েছে৷


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, বিদ্যতের ক্ষেত্রে উন্নয়নের জন্য প্রচুর অর্থের প্রয়োজন৷ এডিবি, বিশ্ব ব্যাঙ্ক, এন ই সি থেকে পাওয়া অর্থের সাহায্যে রাজ্যে বিদ্যৎ ক্ষেত্রে বিশাল কর্ময’ হাতে নেওয়া হয়েছে৷ আমবাসা থেকে গঙ্গানগর পর্যন্ত ১৩৩ কেভি লাইন চালু করা হয়েছে৷ ডিসেম্বর মাসের মধ্যে এই পরিবাহী লাইনে গণ্ডাছড়া পর্যন্ত বিদ্যৎ পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে৷ উপমুখ্যমন্ত্রী বলেন, এখন রাজ্যে প্রায় প্রত্যেক সপ্তাহেই নতুন বিদ্যৎ সাবস্টেশন চালু করা হচ্ছে৷ বিদ্যতের যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলি দূর করার জন্য এই সাবস্টেশনগুলি চালু করা হচ্ছে৷ তিনি বলেন, সব কিছুতেই নতুনত্ব আসছে৷ ইতিমধ্যেই মার্ট কল সেন্টার চালু করা হয়েছে৷ প্রিপেইড মিটারও ইতিমধ্যেই চালু করা হয়েছে৷ উপমুখ্যমন্ত্রী বলেন, সমস্ত সমস্যা দূর করেই এগিয়ে যেতে হবে৷ তিনি বলেন, আজ হচ্ছে সবাই মিলে কাজ করে সামনের দিকে এগিয়ে যাবার প্রতি’া নেবার দিন৷ প্রত্যেকের কাজকে স্বীক’তি দেবার জন্যই এই পুরস্কার চালু করা হয়েছে৷ যে সংস্থা নিজের কর্মচারিদের সম্মান দিতে জানে না তারা খুব দ্রত গতিতে এগিয়ে যেতে পারে না৷ এখানে আর্থিক পুরস্কার বড় কথা নয়৷ সম্মান স্বীক’তি হচ্ছে বড় বিষয়৷


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যৎ দপ্তরের সচিব কিরণ গিত্যে বলেন, গত কয়েক বছরে ত্রিপুরা রাজ্য বিদ্যৎ নিগম লিমিটেড শুধু উত্তর-পূর্বা’ল নয়, সমগ্র দেশেই খুব ভাল পারফরম্যান্স দেখাচ্ছে৷ তিনি কর্মচারিদের পুরস্ক’ত করায় নিগমের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, এ বছর যারা পুরস্কার পাননি তারা উৎসাহিত হয়ে ভাল করে কাজে মনোনিবেশ করবেন এবং আগামীতে পুরস্ক’ত হবেন৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা রাজ্য বিদ্যৎ নিগম লিমিটেডের এম ডি ড. এম এস কেলে৷ ধন্যবাদসূচক বক্তব্য রাখেন টি এস ই সি এল-এর ডিরেক্টর (ফিনান্স) সরবজিৎ সিং ডোগরা৷ অনুষ্ঠানে টিএসইসিএল-এর ডিরেক্টর (টেকনিক্যাল) দেবাশিস সরকারও উপস্থিত ছিলেন৷ অতিথিগণ পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেন৷


অনুষ্ঠানে নিজেদের কাজে অসামান্য অবদানের জন্য ১১ জনকে সর্বোত্তম বিদ্যৎ সেবা অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে৷ তাদের পঁচিশ হাজার টাকা নগদ, স্বর্ণ পদক এবং মানপত্র দেওয়া হয়েছে৷ অতি বিশিষ্ট বিদ্যৎ সেবা অ্যাওয়ার্ড যারা পেয়েছেন তাদের পনের হাজার টাকা নগদ, রৌপ্য পদক এবং মানপত্র দেওয়া হয়েছে৷ বিশেষ বিদ্যুৎ সেবা অ্যাওয়ার্ড যারা পেয়েছেন তাদের নগদ ১০ হাজার টাকা, বো’ পদক এবং মানপত্র দেওয়া হয়৷ অনুষ্ঠানে ত্রিপুরা রাজ্য বিদ্যৎ নিগম লিমিটেডের এজিএম, ট্রান্সমিশন সার্কেল র’ন দেববর্মা পুরস্কার হিসেবে পাওয়া নগদ পঁচিশ হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন৷ তিনি এই অর্থরাশি উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার হাতে তুলে দেন৷ অনুষ্ঠানে সেরা ডিভিশন, সার্কেলকেও পুরস্ক’ত করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *