Passengers are suffering : অটো চালকদের বচসার জেরে ভোগান্তির শিকার যাত্রীসাধারণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অগাস্ট।। ধর্মনগর ও কদমতলা স্ট্যান্ডের অটো চালকদের বচসার জেরে ভোগান্তির শিকার যাত্রীসাধারণ। শনিবার সকাল থেকে ধর্মনগর স্ট্যান্ড থেকে কদমতলার দিকে কোনো অটো চলাচল করেনি। ধর্মনগর নয়াপাড়া অটো স্ট্যান্ডে অটো চলাচলের সিরিয়াল নিয়ে বচসা অটো চালকদের মধ্যে। কদমতলার এক অটো চালককে গ্রিল বন্ধী করে মারধরের চেষ্টা ধর্মনগর বিএমএস সেক্রেটারির।


ঘটনার বিবরণে প্রকাশ শুক্রবার বিকেল তিনটায় কদমতলার অটোচালক পিন্টু পাল ও বকবকির অটোচালক বিমান দাসের মধ্যে সিরিয়াল নিয়ে তর্ক-বিতর্ক হয়। পরে বিমান দাস নামের অটোচালক ধর্মনগর বি এম এস সেক্রেটারি রূপক পালকে অবগত করে। কিছুক্ষণ পর বিএমএস সেক্রেটারি রূপক পাল নোয়াপাড়া অটোর স্ট্যান্ডে মদমত্ত অবস্থায় এসে কদমতলা অভিমুখী প্রতিটি অটোকে স্ট্যান্ড থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেন । আগামী দিনেও নয়াপাড়া স্ট্যান্ডে কদমতলার কোন অটো না ঢোকার জন্য হুঁশিয়ারি দেন । পিন্টু পালকে অটো স্ট্যান্ডের অফিস গৃহে গ্রিল বন্দি করে মারধর করার চেষ্টাও করেন সেক্রেটারি রূপক পাল ।এমনটাই অভিযোগ অন্যান্য অটোচালকদের।

তারই প্রতিবাদে এদিন সকাল ৫ টা থেকে কদমতলা অটো স্ট্যান্ড থেকে কোন অটো ধর্মনগরের দিকে না যাওয়ায় ভোগান্তির শিকার স্থানীয় যাত্রীসাধারণ। অটো চালকদের অভিযোগ দুই অটোচালকের মধ্যে সমস্যা হয়েছিল তা বিএমএস সেক্রেটারি বসে সমাধান করতে পারতেন। উনি কেন কদমতলার সবকটি অটো গুলো স্ট্যান্ড থেকে বের করে দিলেন এবং হুঁশিয়ারি দিলেন কোনদিন যাতে কদমতলার অটো ধর্মনগর নোয়াপাড়া স্ট্যান্ডে না আসে। অটো চালকরা আরও অভিযোগ করে বলেন, ধর্মনগরের বিএমএস সেক্রেটারি রূপক পাল আরো পাঁচ থেকে ছয় বার এই ধরনের ঘটনা সংঘটিত করেছেন। সংগঠন বা দল উনার প্রতি কোনো বিহিত ব্যবস্থা গ্রহণ করছে না বলে অভিযোগ। যদি এই সমস্যার স্থায়ী কোন সমাধান না হয় তাহলে কদমতলা থেকে ধর্মনগরের দিকে কোন যাত্রীবাহী গাড়ি যেতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন কদমতলার অটোচালকেরা।ঘটনার খবর পেয়ে কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার কদমতলা মোটর স্ট্যান্ডে উপস্থিত হয়ে উভয়ের সাথে মীমাংসার চেষ্টা শুরু করেছেন। এখন দেখার বিষয় অটোচালকদের স্থায়ী কোনো সমাধান ওসি কৃষ্ণধন সরকার বের করতে পারেন কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *