সুনন্দা-মৃত্যু মামলায় বেকসুর খালাস শশী, স্বস্তি দিল দিল্লির আদালত

নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি.স.): সুনন্দা পুষ্কর মৃত্যু মামলায় রেহাই পেলেন সুনন্দার স্বামী এবং কংগ্রেস সাংসদ শশী থারুর। বুধবার শশী থারুরকে বেকসুর খালাস দিল্লির একটি আদালত। সুনন্দা পুষ্কর হত্যা মামলায় এতদিন জামিনে মুক্ত ছিলেন শশী। ২০১৪ সালের ১৭ জানুয়ারি দিল্লির এক হোটেলে উদ্ধার হয়েছিল ৫২ বছর বয়সি সুনন্দার দেহ। ময়নাতদন্তে পাকস্থলীতে বিষ মিলেছিল তাঁর। ওয়াশিংটনে এফবিআই-এর কাছে ভিসেরার নমুনা পাঠানো হয়েছিল। পাকস্থলী, লিভার, কিডনি ও মূত্রের নমুনা পরীক্ষা করে রিপোর্ট পাঠায় তাঁরা। রিপোর্টে বলা হয়, প্রত্যেকটি দেহাংশেই বিষ মিলেছে। বিষক্রিয়াই অস্বাভাবিক মৃত্যুর কারণ। শশী থারুরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ এবং ৩০৬ ধারায় মামলা রুজু করা হয়েছিল।

দিল্লি আদালতের বিশেষ বিচারপতি গীতাঞ্জলি গোয়েল জানান, শশী থারুরকে সমস্ত মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কংগ্রেস সাংসদ শশী থারুর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘সাড়ে সাত বছর ধরে মানসিক যন্ত্রণা ভোগ করেছি। অনেক ধন্যবাদ।’ ভিডিও কনফারেন্সে এদিনের বিচারপ্রক্রিয়া চলে। শশী থারুরের কৌঁসুলি আইনজীবী বিকাশ পাহওয়া বলেছেন, “দীর্ঘ ৭ বছরের লড়াই ছিল। শেষ পর্যন্ত ন্যায়বিচার হল। বিচার ব্যবস্থার প্রতি তাঁর (শশী) প্রথম থেকেই আস্থা ছিল। পুলিশ যে সমস্ত অভিযোগ এনেছিল, সমস্ত অভিযোগ অযৌক্তিক ও অসঙ্গত প্রমাণিত হয়েছে। ভিত্তিহীন চার্জশিট দাখিল করা হয়েছিল।”