সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী, ১,১৩৭ বেড়ে ব্রাজিলে কোভিডে মৃত্যু ৫.৭০-লক্ষাধিক

রিও ডি জেনেইরো, ১৮ আগস্ট (হি.স.): আগের দিনের তুলনায় ব্রাজিলে দৈনিক করোনা-সংক্রমণের সংখ্যা ফের বাড়ল, ব্রাজিলে আবারও এক-দিনে ১ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিল করোনাভাইরাস। বিগত ২৪ ঘন্টায় ব্রাজিলে করোনা-সংক্রমিত ১,১৩৭ জন রোগীর মৃত্যু হয়েছে, ফলে ব্রাজিলে ৫ লক্ষ ৭০ হাজার ৭১৮ জন করোনাভাইরাসে-সংক্রমিত রোগীর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ২১৮ জন, সবমিলিয়ে ব্রাজিলে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২০,৪১৭,২০৪ জন।

আগের দিনের তুলনায় ব্রাজিলে দৈনিক সংক্ৰমণ ও মৃত্যুর সংখ্যা অনেকটাই বেড়েছে। একদিন আগে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৪,৮৮৭, সেই সংখ্যা ৩৮ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। ব্রাজিলে ইতিমধ্যেই করোনার থেকে সেরে উঠেছেন ১৯,৩১৩,৫৪৬ জন। ব্রাজিলে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৫,৩২,৯৪০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *