নয়াদিল্লি, ১৭ আগস্ট (হি. স.) : দাম বাড়ল রান্নার গ্যাসের৷ এবার এক ধাক্কায় ১৪.২ কেজি ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বাড়ল ২৫ টাকা৷ মঙ্গলবার থেকেই কার্য্যকরী হতে চলেছে নয়া দাম৷ দাম বাড়ার ফলে এখন সিলিন্ডার পিছু ৮৮৬ টাকা ব্যয় করতে হবে গ্রাহকদের৷
জানা গিয়েছে, করোনা আবহে চলতি বছরের শুরুতে সিলিন্ডার পিছু মূল্য ছিল ৭০৭ টাকা৷ অর্থাৎ মাত্র ৮ মাসে রান্নার গ্যাসে সিলিন্ডার পিছু বৃদ্ধি হওয়া টাকার পরিমাণ ১৭৯ টাকা! গ্যাসের মূল্যবৃদ্ধির কথা স্বীকার করে নিয়ে অল ইন্ডিয়া গ্যাস ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশনের সভাপতি বিপুল পুরোহিত জানিয়েছেন, মঙ্গলবার থেকে ভতুর্কিহীন সিলিন্ডারের ক্ষেত্রে (১৪.২ কেজি) ২৫ টাকা করে মূল্য বৃদ্ধি হয়েছে৷

