ফয়জাবাদ, ১৭ আগস্ট (হি. স.) : ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের ফয়জাবাদ এলাকা। ভারতীয় সময় মঙ্গলবার সকাল ৬টা ৮ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। ফয়জাবাদ থেকে ৮৩ কিলোমিটার দক্ষিণ পূর্বে কম্পনের উৎসস্থল বলে জানা গিয়েছে।
এদিন ট্যুইটারে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি তরফে জানানো হয়েছে, ‘কম্পনের মাত্রা ছিল ৪.৫ রিখটার স্কেলে। ফয়জাবাদ থেকে ৮৩ কিলোমিটারের মধ্যেই এর উৎসস্থল।’ ভূমিকম্প অনূভূত হতেই ফয়জাবাজের সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন অনেকেই। দৌড়োদৌড়ি শুরু হয়ে যায়। তবে কম্পনের তীব্রতা কম থাকায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে।

