কাবুল, ১৬ আগস্ট (হি.স.): কাবুল তালিবানদের দখলে চলে যাওয়ার পর থেকেই, আফগানিস্তান ছাড়ার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন সে দেশের নাগরিকরা। কাবুল বিমানবন্দরে মাত্রাতিরিক্ত মানুষের ভিড় বাড়ছে, হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে জনসমুদ্র। বিমানে উঠতেও হুড়োহুড়ি। এমন সময় শুন্যে গুলি করল মার্কিন সেনাবাহিনী। এদিকে, কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে সমস্ত বাণিজ্যিক উড়ান সাসপেন্ড করা হয়েছে।
রবিবার দুপুর থেকে কাবুলে তালিবান ঢুকতেই ভিড় জমতে শুরু করে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে। তখনও ওই চত্বর সুরক্ষিতই ছিল। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া-সহ বিশ্বের বহু দেশ তাঁদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাওয়ার কাজ চালিয়ে যাচ্ছিল বিমান বন্দরে। দেশ ছেড়ে পালাতে চাইছিলেন আফগান নাগরিকরাও। সোমবার সকালেও ধরা পড়ল সেই ছবি। শেষ সম্বলটুকু নিয়ে আফগান নাগরিদের হুড়মুড়িয়ে বিমানে ওঠার দৃশ্য নাড়িয়ে দেওয়ার মতো। এই পরিস্থিতিতে বেশ কয়েক জন আফগান নাগরিক বিমান বন্দরের টারম্যাকে ভিড় জমাতেই শূন্যে গুলি ছুড়তে আরম্ভ করে আমেরিকার সেনা।

