দৈনিক সংক্ৰমণ বেড়ে ৪৪,৬৪৩, ভারতে কোভিডে আরও ৪৬৪ জনের মৃত্যু

নয়াদিল্লি, ৬ আগস্ট (হি.স.): ভারতে ফের বাড়ল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যা কমে গিয়ে ৫০০-র নীচে নেমেছে। বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬৪৩ জন। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৪৬৪ জনের। বৃহস্পতিবার সারাদিনে ভারতে সুস্থ হয়েছেন ৪১,০৯৬ জন, ফলে ভারতে এই মুহূর্তে সুস্থতার হার ৯৭.৩৬ শতাংশ। ভারতে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ৪,১৪,১৫৯ জন, বিগত ২৪ ঘন্টায় রোগীর সংখ্যা বেড়েছে ৩,০৮৩ জন। বিগত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্টের সংখ্যা ১৬,৪০,২৮৭।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে ৪৪,৬৪৩ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ১৮ লক্ষ ৫৬ হাজার ৭৫৭ জন। বিগত ২৪ ঘন্টায় সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়েছে ৩,০৮৩ জন, ফলে এই মুহূর্তে শতাংশের নিরিখে ১.৩০ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে ৪৯.৫৩-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড-টিকাকরণ, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত মোট ৪৯,৫৩,২৭,৫৯৫ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সারাদিনে) টিকা দেওয়া হয়েছে ৫৭,৯৭,৮০৮ জনকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৪৬৪ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,২৬,৭৫৪ জন (১.৩৪ শতাংশ)।

ভারতে সুস্থতার সংখ্যা রোজই বাড়ছে, বৃহস্পতিবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৪১,০৯৬ জন। ফলে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,১০,১৫,৮৪৪ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৭.৩৬ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৪৯ কোটি ৫৩ লক্ষ ২৭ হাজার ৫৯৫ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে।