Youth arrested for stealing : অনলাইন মার্কেটিং সংস্থার অফিসে তের লক্ষ টাকা চুরি করতে গিয়ে যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৫ জুলাই৷৷ একটি মার্কেটিং কোম্পানির অফিস থেকে প্রায় ১৩ লক্ষ টাকা এবং ৮০০০০ টাকার মোবাইল ফোন হাতানোর অভিযোগ পুলিশের হাতে ধৃত প্রাক্তন এস.এফ.আই বিভাগীয় সম্পাদক৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন কালিটীলা এলাকায় শনিবার শেষ রাতে৷ তেলিয়ামুড়া থানার পুলিশ অভিযোগ রজু করেছে৷


ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন কালিটীলা এলাকায় ইনন্সার্কাট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারি অফিস রয়েছে৷ অফিস থেকে ফ্লিপকার্ট সহ অন্যান্য অর্থাৎ লজিস্টিক সার্ব প্রোভাইড করা হয়৷ তেলিয়ামুড়া থানাধীন মহারানী পুর এলাকার বাসিন্দা নারায়ন দেবনাথের ছেলে প্রাক্তন এস.এফ.আই-এর বিভাগীয় কমিটির সম্পাদক নিরঞ্জন দেবনাথ এই অফিসে শর্ট ইন এক্সিকিউটিভ পদে কর্মরত৷ নিরঞ্জন রাতের অন্ধকারে অফিসের সি.সি.টি.ভি অকেজো করে ১২ লাখ ৫৫ হাজার ২৬১ টাকা সহ ৬ টি মোবাইল সেট চুরি করে শনিবার শেষ রাতে৷


ওই দিন রাতে তিনটা নাগাদ ফ্লিপকার্ড কমন সেন্টার থেকে ফোন করে জানায় এই অফিসেই কর্মরত আরেক কর্মী অরিন্দম ঘোষকে যে অফিসে সন্দেহজনক কোন কাজ হচ্ছে৷ফোন পেয়ে অরিন্দম ঘোষ রাতেই তড়িঘড়ি কালিটীলা স্থিত অফিসে এসে প্রত্যক্ষ করে এক যুবক মোটর বাইক নিয়ে এবং চুরি করা অর্থ রাশি নিয়ে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে৷ সাথে সাথে ঐ যুবককে আটক করলে দেখা যায় ওই যুবক আর কেউ নয় অফিস কর্মী নিরঞ্জন দেবনাথ৷ পরে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয় নিরঞ্জনকে৷ পরে ধৃত প্রাক্তন ছাত্র নেতা নিরঞ্জনের কাছ থেকে উদ্ধার হয় ১২ লাখ ৫৫ হাজার ২৬১ টাকা এবং ৬ টি মোবাইল সেট৷

সংবাদে আরো জানা যায় সন্ধ্যারাতে থেকে অফিস চত্বরে খাওয়া-দাওয়া শেষ করে সবাই বাড়ি চলে যায়৷ এদিকে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া জানিয়েছেন,ছয় (৬)টি মোবাইল সেটের দাম আনুমানিক প্রায় ৮০,০০০ টাকা৷ অভিযোগ পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ প্রাক্তন ছাত্র নেতা তথা ধৃত চুর নিরঞ্জন দেবনাথের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় একটি মামলা রুজু করে৷ তা যাই হোক না কেন এস.এফ.আই সংগঠনের প্রাক্তন সম্পাদক নিরঞ্জন দেবনাথ এবার চুরি কাণ্ডে তেলিয়ামুড়া থানার পুলিশের জালে আটক৷ আগমীকাল অভিযুক্ত এস.এফ.আই সংগঠনের প্রাক্তন সম্পাদক নিরঞ্জন দেবনাথকে আদালতে তোলা হবে৷