নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৫ জুলাই৷৷ প্রবল ইচ্ছাশক্তি মনোবল আর একাগ্রতা অসম্ভবকে সম্ভব করা যায়৷ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার পেঁচারথল ব্লকের অধীন কমলাপুর এলাকার যুবক বিক্রমজিত চাকমা এখন দেশ বিদেশের মানুষের কাছে এক পরিচিত নাম৷খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মাসিক রেডিও শো ’মন কি বাত’ অনুষ্ঠানে বিক্রমজিতের নাম উচ্চারন করেছেন৷তাই এই নাম বহুল আলোচিত বর্তমানে৷
মূলত কুল বা বড়ই এর চাষ করেন কমলাপুরের বিক্রমজিত চাকমা৷পেঁচারথলের কমলাপুরে ভাড়া জমিতে কাশ্মিরি আপেল ও সিন্দুরী আপেল জাতের বড়ই বা কুলের বাগান আছে তার সাতকানি এলাকা জুড়ে৷১৫০০ কাশ্মীরি আপেল ও সিন্দুরী আপেলের চারা রোপণ করেছিলেন কমলাপুরের যুবক বিক্রমজিত৷ তারমধ্যে ১৩১৫ টি গাছ বর্তমানে ফসল দিচ্ছে৷এবছর মার্চ মাসে পয়ত্রিশ কুইন্টাল কুল ছয় লক্ষাধিক টাকায় বিক্রি করেছেন বলে জানালেন বিক্রমজিত চাকমা৷ বিক্রমের প্রশংসনীয় উদ্যোগে আপ্লুত হয়ে ছিলেন মুখ্যমন্ত্রী বিল্পব কুমার দেব৷আজ প্রধানমন্ত্রী তাঁর ’মন কি বাত’ অনুষ্ঠানে বিক্রমজিতের একাগ্রতা ঐকান্তিক প্রচেষ্টায় স্বাবলম্বী হওয়াতে তার নাম উল্লেখ করায় সবিশেষ আহ্লাদিত বিক্রমজিত৷
বিখ্রমজিত জানান তিনি নতুন করে প্রেরনা পেলেন প্রধান মন্ত্রীর কণ্ঠে তার নাম উচ্চারনে৷তার সাথে তার দুই ভাই এবং কাকাও যু রয়েছেন এই কুল চাষে৷ত্রিপুরার মতো ছোট্ট রাজ্যের আট জেলার ক্ষুদ্রতম জেলা ঊনকোটির প্রত্যন্ত এলাকার এমন একজন চাষীর নাম বিশ্বের দরবারে আলোচিত হওয়ায় খুশি এলাকার মানুষও৷সাথে বিক্রমজিতের এমন প্রশংসনীয় উদ্যোগ যুবসমাজ অনুপ্রাণিত হয়েছে৷