সত্য দিয়ে কংগ্রেসের মিথ্যেকে পরাজিত করুন, বিজেপি সাংসদদের বললেন মোদী

নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.): বিজেপি সাংসদদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, সত্য দিয়ে বিরোধী তথা কংগ্রেসের মিথ্যেকে পরাজিত করুন। সরকারের কাজের বিষয়ে জনগণকে অবগত করুন। মঙ্গলবার সকালে সংসদে বিজেপির সমস্ত সাংসদের সঙ্গে বৈঠকে এমনই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বিজেপি সাংসদদের বলেছেন, জনগণের সামনে সরকারের কাজ সম্পর্কে সত্য তথ্য তুলে ধরুন, যাতে যোগাযোগ ও সত্যতার অভাবে যে শুন্যতা তৈরি হয়েছে বিরোধীদের মিথ্যাচারে তা পূরণ না হতে পারে।

বিজেপি সাংসদদের বৈঠক প্রসঙ্গে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি বলেছেন, “বিরোধীদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে কংগ্রেস, জনস্বার্থে ইস্যু উত্থাপন করার পরিবর্তে, মনে করছে ক্ষমতায় তাঁদের অধিকার। প্রধানমন্ত্রী ফলপ্রসূ আলোচনা চাইছেন, কিন্তু কংগ্রেস দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখাচ্ছে।” প্রহ্লাদ জোশি আরও বলেছেন, “প্রধানমন্ত্রী বলেছেন মহামারী রাজনৈতিক নয়, আমাদের জন্য মানবিক সমস্যা। বিগত ১০০ বছরের মধ্যে এই প্রথম, যখন বিশাল জনগোষ্ঠী রেশন পেয়েছিল এবং কোনও ব্যক্তি ক্ষুধার্ত ঘুমোয়নি। আমরা সফলভাবে তা করতে পেরেছি। এটি আমাদের দায়িত্ব, কারও প্রতি দয়া করা নয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *