দৈনিক-সংক্রমণ কমে ৩০,০৯৩, ভারতে ৪১.১৮-কোটির বেশি টিকাকরণ

নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.): ভারতে করোনাভাইরাসের সংক্রমণ কখনও কমছে, কখনও আবার বাড়ছে! দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে কোভিডে মৃত্যু ও সংক্রমণের সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০,০৯৩ জন, এই সময়ে মৃত্যু হয়েছে ৩৭৪ জনের, সংক্ৰমণ ও মৃত্যু উভয়েই আগের দিনের তুলনায় অনেকটাই কম। সোমবার সারাদিনে ভারতে সুস্থ হয়েছেন ৪৫,২৫৪ জন, ফলে ভারতে এই মুহূর্তে মোট সুস্থতার হার ৯৭.৩২ শতাংশ। ভারতে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ৪,০৬,১৩০ জন, বিগত ২৪ ঘন্টায় কমেছে ১৫,৫৩৫।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০,০৯৩ জন, সক্রিয় করোনা-রোগীর সংখ্যা অনেকটা কমে ৪,০৬,১৩০-এ পৌঁছেছে। বিগত ২৪ ঘন্টায় সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমেছে ১৫,৫৩৫ জন, ফলে এই মুহূর্তে শতাংশের নিরিখে ১.৩৫ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে ৪১.১৮-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড-টিকাকরণ, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত মোট ৪১,১৮,৪৬,৪০১ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে মাত্র ৫২,৬৭,৩০৯ জনকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৩৭৪ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,১৪,৪৮২ জন (১.৩৩ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্টের সংখ্যা ১৭,৯২,৩৩৬। নতুন করে ৩০,০৯৩ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩,১১,৭৪,৩২২।

ভারতে সুস্থতার সংখ্যা প্রতিদিনই স্বস্তি দিচ্ছে, সোমবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৪৫,২৫৪ হাজার জন। ফলে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,০৩,৫৩,৭১০ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৭.৩২ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৪১ কোটি ১৮ লক্ষ ৪৬ হাজার ৪০১ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *