নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ ত্রিপুরায় বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার গঠনের পরে, রাজ্যজুড়ে গত ৪০ মাসে টেট, এসটিজিটি এবং এসটিপিজিটি যোগ্য প্রার্থীদের মধ্যে শিক্ষক পদে মোট ৩,০৫৭ জনকে চাকরি দেওয়া হয়েছে৷
আজ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেছেন, ‘‘আজ শিক্ষা দপ্তর ৫৭২ জন শিক্ষককে পোস্টিং দিয়েছে৷ এর মধ্যে ১৪৫ জন রয়েছে যার মধ্যে ৩০ জন ইউজিটি এবং ১১৫ জন জিটি যারা এককালীন ছাড়ের সুবিধা নিয়েছিলেন এবং ডিইআইইডি কোর্স করেছেন নিজের উদ্যোগে৷ এই ১৪৫ জন শিক্ষক ছাড়াও ৪৫ জন রয়েছেন যাঁরা নিজেরাই বি.এড এবং ডি.এল.এড কোর্স করে চলেছেন৷ এর মধ্যে ৩২জন জিটি এবং ১৩ জন ইউজিকে জেলা শিক্ষা অফিসগুলিতে (ডিইও) অবিলম্বে পোস্টিাং দেয়া হয়েছে এবং তাদের ছুটি দেওয়া হয়েছে, যাতে তারা তাদের কোর্সটি সম্পূর্ণ করতে পারেন এবং পুরোপুরিভাবে চাকরিতে যোগদান করতে পারেন৷
শুধু এটিই নয়, মন্ত্রী বলেছিলেন, দপ্তর রাজ্য জুড়ে ডিআইইটি এবং সিটিই প্রতিষ্ঠানের নিকটে ডিএইল.এড ডিগ্রিধারী ২৬২ সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পোস্টিং দিচ্ছে যাতে সদ্য পোস্টিং হওয়া শিক্ষকদের পক্ষে পড়া শেষ করা সহজ হয়ে যায় কোন বাধা ছাড়াই৷
তাছাড়া, ৯৮ জন শিক্ষক টেট যোগ্যতা অর্জন করেছেন, কিন্তু দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় তাদের ৫০ শতাংশ নম্বর নেই৷ এই শিক্ষকদের এনআইওএস এবং ডি.এল.এড ডিগ্রির মাধ্যমে ৫০ শতাংশ নম্বর অর্জন করতে হবে৷ ২২ জন শিক্ষকের বয়স বেশি হয়ে যাওয়ার পরে পোস্টিং পেয়েছেন৷

