বারাণসী, ১৫ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে শুধুমাত্র দেশ নয়, বিশ্বেও নতুন পরিচয় তৈরি করেছে কাশি। উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছচ্ছে নতুন কাশি। বৃহস্পতিবার বারাণসীর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ময়দানে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন বারাণসীতে ১৫০০ কোটি টাকারও বেশি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। তার মধ্যে রয়েছে-গোদাউলিয়াতে মাল্টি-লেবেল পার্কিং, ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য রো-রো ভেসেল ও বারাণসী-গাজীপুর হাইওয়েতে তিন-লেনের ফ্লাইওভার ব্রিজ।
প্রধানমন্ত্রী বক্তব্য রাখার আগে এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে শুধুমাত্র দেশ নয়, বিশ্বেও নতুন পরিচয় তৈরি করেছে কাশি। উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছচ্ছে নতুন কাশি। দেশ ও বিশ্বের কাছে উন্নয়নের মডেলে উন্নীত হয়েছে স্মার্ট কাশি। প্রধানমন্ত্রী মোদীর দূরদৃষ্টি ও অনুপ্রেরণা মানুষকে নতুন উচ্চতায় পৌঁছে দিচ্ছে।” দিল্লি থেকে বারাণসী পৌঁছনোর পর এদিন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ অন্যান্যরা। সেখান থেকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ময়দানে পৌঁছন মোদী।