Planting programs : রাজ্যের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপন কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি/ বক্সনগর/ গন্ডাছড়া, ১৩ জুলাই৷৷ দেশের সুরক্ষার পাশাপাশি এবার সামাজিক ভাবে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষ রোপণের মত মহান কাজে ব্রতী হল গোটা রাজ্য৷এই উপলক্ষ্যে সরকারি অফিস থেকে শুরু করে আরক্ষা দপ্তর ও সচেতন জনগণ গোটা উত্তর জেলা জুড়ে বিভিন্ন মূল্যবান বৃক্ষের চারা রোপন করেন৷গোটা রাজ্যের সাথে উত্তর জেলার বিভিন্ন ব্লক,পঞ্চায়েত অফিস, থানা ও ফরেস্ট বিট এলাকাগুলিতে বিপুল পরিমাণে বৃক্ষ রোপনের মাধ্যমে বনমহোৎসব পালিত হয়৷আর বনদপ্তরের তরফ থেকে বৃক্ষ রোপনের সকল চারা প্রদান করা হয়৷সকাল ১১ টা থেকে ১১ টা ২ মিনিটের মধ্যে রাজ্যের ৮ টি জেলায় একযোগে বৃক্ষরোপন করা হয়৷ তারই অঙ্গ হিসাবে উত্তরের বিভিন্ন প্রান্তের সাথে কদমতলা ব্লকের চেয়ারম্যান সুব্রত দেবর হাত ধরে বৃক্ষ রোপনের মাধ্যমে বনমহোৎসব পালিত হয়৷ রোপণ করা হয় বিভিন্ন ঔষধি ও মূল্যবান আগরের চারা৷

সাথে চুরাইবাড়ি ফরেস্ট বিটের উদ্যোগে ও বিভিন্ন গ্রাম পঞ্চায়েত সহ চুরাইবাড়ি থানার উদ্যোগে প্রায় ৭০০ টির বেশি বিভিন্ন মূল্যবান গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷তাতে উপস্থিত ছিলেন চুরাইবাড়ি ফরেস্ট বিট অফিসার গৌত্তম দাস,চুরাইবাড়ি থানার ওসি জয়ন্ত দাস, সকল গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি গন সহ যেএমসির সদস্যগন৷ আজকের বৃক্ষ রোপনে রাজ্যজুড়ে ২ মিনিটে চারা রোপণে প্রথম স্থান দখল করে উত্তর জেলা৷ যার মধ্যে উত্তর জেলায় চারা রোপণ করা হয় ১১১১৭ টি, ঊনকোটি জেলায় ৩৫০০ টি, ধলাই জেলায় ৪৬৭৪ টি,খোয়াই জেলায় ৭৫০০ টি, পশ্চিম জেলায় ৬৩০০ টি, সিপাহী জেলায় ৩৬১১ টি, গোমতী জেলায় ৬১৪০ টি এবং দক্ষিণ জেলায় ৫৭৩৪ টি৷ আজ গোটা রাজ্য ব্যাপি ২ মিনিটে ৪৮ হাজার ৫৭৬ টি বিভিন্ন মূল্যবান গাছের চারা রোপণ করা হয়৷ মূলত দেশজুড়ে মহামারি করোনা সংক্রমণে বিভিন্ন সময় অক্সিজেনের অভাবে ইতিমধ্যে দেশের অনেক জনগণের প্রাণহানি হয়েছে৷তাই আগামীদিনে অক্সিজেন অভাব দূর করতে এই বৃক্ষরোপন কার্যসূচী৷ তার সাথে আজকের দিনে সুস্থ ভাবে বেঁচে থাকার জন্য গাছের কোন বিকল্প নেই৷গাছপালা না থাকলে প্রণী জগৎ ধংস হয়ে যাবে৷তাই আগামীদিনে এই পৃথিবীকে বাসযৌগ্য রাখতে রাজ্য সরকারের পাশাপাশি প্রতিজন নাগরিককে একটি করে বৃক্ষ চারা রোপণ অত্যন্ত প্রয়োজন৷


এদিকে, ১৩ই জুলাই আজ কের দিনটি ছিল বনমহোসব আন্তর্জাতিক দিবস৷মূখ্য বিষয় হল বন সৃজন ও পরিবেশ রক্ষা কর্ম সূচি অঙ্গ৷সোনামুড়া মহকুমার বন বিভাগের উচচ আধিকারিক এই মহকুমায় এক হাজার গাছের চারা রোপন করার জন্য বন মহোৎসবের দিনে পরিকল্পনা হাতে নিয়েছে এবং যথারীতি বৃক্ষরোপণ ও করেছেন৷গাছ লাগান প্রান বাচাঁন৷ স্লওগান কে সামনে রেখে বক্সনগর ফরেস্ট রেঞ্জ এর আধিকারিক বুল বুল দাসের নেতৃত্বে এবং উনার সহ কমী সহযোগিতা তিনশত তেশটী বৃক্ষরোপণ করেছন৷আজ সকাল এগারোটা সময় গোটা ব্লক এলাকার সমস্থ সরকারি পরতিষটানে একই সময়ের মধ্যে বৃক্ষরোপণের কর্ম সূচী গ্রহণ করা হয়েছে৷বক্সনগর ব্লক আধিকারিক অফিসে পঞ্চায়েত সমিতি র চেয়ারম্যান সঞ্জয় সরকারের উদ্যোগে বিশালসংখ্যক গাছের চারা রোপন করা হ য়েছে সঙ্গে ছিলেন ফরেস্ট রেঞ্জার বি ডি ও ধৃতিশেখ রায়৷বক্সনগর দ্ধাদশে শ্রনী বিদ্যালয়ের এন এস এস ইউনিট ছাত্র ও ছাত্র রা এবং বন দপ্তরে সহযোগিতা য় পঞ্চাশ টি বৃক্ষরোপণ হয়৷ছাত্র ছাত্র দের সঙ্গে প্রধান শিক্ষক সাদানান্দা দের্বমা এস এম সির চেয়ারম্যান নজরুল ইসলাম বিশিষ্ট সমাজ সেবক শ্যামল কান্তি রায়৷তাছাড়া কমলনগর ইসকুল বি এস এফ কাম্প কলমচৌড়া বি ওপি বক্সনগর চাউলের গোডাউন রহিমপুর এলাকায় সরকারি প্রতিষ্টােেন র মধ্যে বৃক্ষরোপণ করা হয়েছে৷


গোটা রাজ্যের সাথে গন্ডাছড়া মহকুমাতেও মঙ্গলবার বনমহোৎসব পালন করা হয়৷ এদিন গন্ডাছড়া বন দপ্তরের উদ্যোগে আয়োজিত ৭২তম বনমহোৎসবের মূল অনুষ্ঠানটি গন্ডাছড়া টিলা বাড়ীতে অনুষ্ঠিত হয়৷ সেখানে উপস্থিত ছিলেন গন্ডাছড়া বন দপ্তরের রেঞ্জার নিরঞ্জন দেবনাথ, টিলাবাড়ী গ্রামের আদাম কারবারী সাগরজিৎ চাকমা, সহ-কারবারী বিশ্বমোহন চাকমা সহ দপ্তরের কর্মীরা৷ বক্তারা বনমহোৎসবের গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন৷ এদিন টিলাবাড়ী গ্রামের রাস্তার দুপাশে কয়েক শতাধিক বিভিন্ন জাতের চারা গাছ রোপন করা হয়৷ বনমহোৎসবকে ঘিরে গোটা এলাকায় দারুন উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *