319 people died : আড়াই মাসে রাজ্যে করোনায় মৃত্যু ৩১৯ জনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ গত আড়াই মাসে রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩১৯ জনের৷ এর মধ্যে মে মাসে ১২১ জন, জুন মাসে ১৬৩ জন এবং জুলাই মাসের ১২ তারিখ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৫ জনের৷ গত আড়াই মাসে যাদের মৃত্যু হয়েছে তাদেরকে করোনা দ্বিতীয় ধাপের বলে ধরা হয়েছে৷ অন্যদিকে, প্রথম ধাপে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ছিল ১৬৮ জন একমাসে৷ ২০২০ সালের সেপ্ঢেম্বরে একমাসে ১৬৮ জনের মৃত্যু হয়েছিল৷


এদিকে, গত ২৪ ঘন্টায় আরও সংক্রমিত হলো ৫৬৬ জন৷ মৃত্যু হয়েছে ১ জনের৷ নমুনা পরীক্ষা হয় ১১,৬২২ জনের৷ তবে সংক্রমণে প্রভাব অতিরিক্তভাবে পশ্চিম জেলাতেই রয়েছে৷ পশ্চিম জেলার সংক্রমিত ১৪৭ জন, গোমতী জেলার সংক্রমিত ৬৩ জন, খোয়াই জেলায় সংক্রমিত ৪৬ জন, ধলাই জেলায় সংক্রমিত ৩৪ জন, সিপাহীজলা জেলায় ৪৬ জন, উত্তর জেলায় ৫১ জন এবং ঊনকোটি জেলায় ৮৮ জন এবং দক্ষিণ জেলায় ৯১ জন৷ সারা রাজ্যে পজিটিভিটি হার ৪.৮৭ শতাংশ৷ মৃত্যুর হার ১.০০ শতাংশ৷ এবং সক্রিয় রোগীর সংখ্যা ৩৮২৬ জন৷ তবে সংক্রমণে গতি বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য প্রশাসনকে চিন্তায় ফেলে দিয়েছে৷ পশ্চিম জেলার আগরতলা পুর নিগমের এলাকায় সংক্রমণের হার ৮.৭৪ শতাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *