Rathyatra Observed at Tripura : করোনার প্রকোপ রাজ্যের সর্বত্রই নিয়ম রক্ষায় রথযাত্রা

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া/ শান্তিরবাজার/ গন্ডাছড়া/উদয়পুর, ১২ জুলাই৷৷ করোনা মহামারির ফলে নিয়ম রক্ষনার্থে মন্দির চত্বরে রথ পরিক্রমা করলো বাইখোড়া ইস্কন মন্দিরের প্রভুজীরা৷ বাইখোড়া ইস্কন মন্দিরে সব বছরই বড় আকারে রথযাত্রা অনুষ্ঠান করাহয়৷ রথযাত্রা থেকে শুরু করে উল্টোরথ পর্যন্ত চলে নানান ধর্মীয় অনুষ্ঠান৷ বিগত বছর ও এই বছর করোনার মহামারির ফলে মিয়ম রক্ষনার্থে ইস্কন মন্দিরের প্রভুজিদের উপস্থিতিতে কোনোপ্রকার ছোট আকারে রথ যাত্রা অনুষ্ঠান অনুষ্ঠীত করাহয়৷ আজকের দিনে ইস্কন মন্দিরের ভিতরে মন্দিরের প্রভুজিদের উপস্থিতিতে ও আশেপাশের কিছু সংখ্যক ভক্তদের নিয়ে অনুষ্ঠীত হয় রথযাত্রা অনুষ্ঠান৷ আজকের এই রথযাত্রা অনুষ্ঠান সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান মন্দিরের প্রভুজী করুনেশ্বর মাধব দাস৷ তিনি জানান ভগবান জগন্নাথ, বলরাম ও শুভদ্রার আর্শিবাদে সারাবিশ্ব করোনা মুক্তহলে আগামীবছর বড় আকারে সকলকে নিয়ে রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠীত করাহবে৷


করোনা মহামহামারির ফলে বিগত বছর ন্যায় এই বছরও বেতিক্রমী ভাবে রথযাত্রা সংগঠিত করাহলো শান্তির বাজারে৷ দীর্ঘ অনেকবছর যাবৎ শান্তির বাজার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে রথযাত্রা অনুষ্ঠীত করাহয়৷ শান্তির বাজার রামঠাকুর আশ্রম থেকে শুরু করে শান্তির বাজার থানা সংলগ্ণ চৌদ্দদেবতা মন্দির পর্যন্ত এই রথযাত্রার রথ টানাহয়৷ দীর্ঘ প্রায় ২ কিলোমিটার রাস্তা ভগবান জগন্নাথ, বলরাম ও শুভদ্রাকে রথেকরে রামঠাকুর আশ্রম থেকে টেনে নিয়ে যাওয়া হয়৷ করোনা মহামারির ফলে বিগত বছর অটো করে ভগবান জগন্নাথ, বলরাম ও শুভদ্রাকে নিয়েযাওয়াহয়েছে৷ এই বছরও বেতিক্রমী ভাবে দুপুর বেলায় টমটমে করে রথযাত্রা অনুষ্ঠীত করলো রামঠাকুর আশ্রম কতৃপক্ষ৷ করোনা মহামারির ফলে নিয়ম রক্ষনার্থে আজকের রথযাত্রা অনুষ্ঠীত করাহয়৷


সোমবার গন্ডাছড়া মহকুমাতেও যথাযোগ্য মর্যাদার সাথে রথ যাত্রা উৎসব অনুষ্ঠিত হয়৷ এদিন গন্ডাছড়া জগন্নাথ বাড়ি থেকে রথ যাত্রা শুরু হয়ে গন্ডাছড়া বাজার এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে৷ জগন্নাথ বাড়ি আশ্রমের এক কর্মকর্তা জানান আশ্রমের উদ্যোগে ১৯৬২ সাল থেকে প্রতি বছর রথ যাত্রা হয়ে আসছে৷ তবে এই বছর করোনা মহামারি জনিত পরিস্থিতির কারনে সরকারী নির্দেশ মেনে সমাজিক দূরত্ব বজায় রেখে রথ যাত্রা উৎসব উদযাপন করা হয়৷


রথের দড়িতে টান দেওয়ার জন্য প্রতি বৎসর রথের জন্য অপেক্ষা করে থাকে আট থেকে আশি বৎসরের ভক্তরা৷এই বৎসরও গত বছরের মতো করুনা মহামারীর জন্য শহর পরিক্রমা করে শিব বাড়িতে অবস্থান করে নি৷ পরিক্রমা করেনি উদয়পুরের ঐতিহ্যবাহী জগন্নাথ বাড়ির মন্দিরের রথযাত্রা৷ ফলে অনেকটা হতাশার মতোই অনেকেই দিন গুজরান করতে হয়েছে৷ যদিও উদয়পুর জগন্নাথ দিঘির দক্ষিণ- পশ্চিম দিকে অবস্থিত জগন্নাথ বাড়ির রথ এই বৎসর জগন্নাথ দিঘির পূর্ব পাড় ধরে জামতলা হয়ে থানা কর্নার দিয়ে সেন্ট্রাল রোডের শেষপ্রান্তে অবস্থিত শিব মন্দিরে অবস্থান করতো৷এই বৎসরে বাঁধ সেধেছে করোনা অধিকারী৷ এই বৎসরের জগন্নাথ বাড়ির ঐতিহ্য বাহি রথ নিকটবর্তী রবীন্দ্র সংঘের নব নির্মিত ক্লাব ঘরে রাখা হয়েছে৷ তাই উদয়পুর শহরের সেন্ট্রাল রোডের খুদে পাঁচজন শিশু মিলে ছোট আকারে জগন্নাথ বলরাম সুভদ্রা কে নিয়ে রথযাত্রা বের করে বলে জানান খুদে শিশু সুলক্ষ্মী সাহা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *