Covid-19 : ১১৮ দিন পর ৩২-হাজারের নীচে সংক্ৰমণ, দৈনিক মৃত্যু বেড়ে ২,০২০

নয়াদিল্লি, ১৩ জুলাই (হি.স.): প্রায় ১১৮ দিন পরে ভারতে ৩২-হাজারের নীচে নামল দৈনিক কোভিড-সংক্রমণ। একইসঙ্গে দৈনিক মৃত্যুর সংখ্যা উদ্বেগ বাড়াল, বিগত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে ২,০২০ জনের। সোমবার সারাদিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩১,৪৪৩ জন, এই সময়ে মৃত্যু হয়েছে ২,০২০ জনের। বিগত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৯,০০৭ জন, ফলে ভারতে এই মুহূর্তে মোট সুস্থতার হার ৯৭.২৮ শতাংশ। ভারতে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ৪,৩১,৩১৫ জন, ১০৯ দিন পর দেশে এতটা কমল চিকিৎসাধীন রোগীর সংখ্যা।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩১,৪৪৩ জন, সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে গিয়ে ৪,৩২,৭৭৮-এ পৌঁছেছে। বিগত ২৪ ঘন্টায় সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমেছে ১৮,১২১ জন, ফলে এই মুহূর্তে শতাংশের নিরিখে ১.৪০ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে ৩৮-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড-টিকাকরণ, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত মোট ৩৮,১৪,৬৭,৬৪৬ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে মাত্র ৪০,৬৫,৮৬২ জনকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ২,০২০ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,১০,৭৮৪ জন (১.৩৩ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্টের সংখ্যা ১৭,৪০,৩২৫। নতুন করে ৩১,৪৪৩ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩,০৯,০৫,৮১৯।

ভারতে সুস্থতার সংখ্যা প্রতিদিনই বাড়ছে, সোমবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৪৯ হাজার ০০৭ জন। ফলে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,০০,৬৩,৭২০ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৭.২৮ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৩৮ কোটি ১৪ লক্ষ ৬৭ হাজার ৬৪৬ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *