নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই৷৷ উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা আজ আগরতলা বিজ্ঞান গ্রামের কাজের অগ্রগতি পরিদর্শন করেন৷ পরিদর্শনকালে উপমুখ্যমন্ত্রীর সাথে ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সচিব তনুশ্রী দেববর্মা, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের অতিরিক্ত সচিব ও অধিকর্তা অনিমেষ দাস, ইি’নিয়ার ইন চিফ দীপক দাস, চিফ ইঞ্জিনিয়ার (রোড এণ্ড বিল্ডিং) সঞ্চিতা দাস, সুুপারিন্টেণ্ড অফ ইঞ্জিনিয়ার নিরোদ শমা সহ অন্যান্য বাস্তুকার এবং আধিকারিকগণ৷
পরিদর্শনকালে উপমুখ্যমন্ত্রী শ্রী দেববর্মা বিজ্ঞান গ্রামের প্রতিটি ইউনিটের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করার উপর গুরুত্বারোপ করেন৷ তিনি নির্মিয়মান কাজের অগ্রগতি নিয়েও পর্যালোচনা করেন৷ পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, বিজ্ঞান গ্রাম ত্রিপুরার জন্য একটি মাইলস্টোন এবং এটি একটি সম্পর্ণ নতুন প্রকল্প৷ ২০১৩ সালে কাজ শুরু হলেও ২০১৭ সালে এই প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়৷ নতুন সরকার প্রতিষ্ঠার পর আবার নতুন উদ্যমে কাজ শুরু হয়৷ তিনি বলেন, প্রথমে ৮০ কোটি এবং বর্তমান সরকারের আমলে দ্বিতীয় পর্যায়ে ১৭৪ কোটি টাকার ব্যবস্থা করে আবার কাজ শুরু হয়৷ পর্যালোচনার মাধ্যমে নানা সমস্যা নিরসনের উদ্যোগ গ্রহণ করে তিনি কাজের গতি বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন৷ তিনি বলেন, বি’ান বর্তমানে আমাদের জীবন প্রণালীর সঙ্গে যুক্ত৷ বি’ান গ্রামের মাধ্যমে শিক্ষার্থী, ছাত্রছাত্রীরা বিজ্ঞান সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা লাভ করবে৷
শ্রী দেববর্মা বলেন, নতুন জাতীয় শিক্ষা ব্যবস্থায় অভি’তা সহ গুণগত শিক্ষা অর্জনের কথা বলা হয়েছে৷ পাঠ্যবই থেকে পড়য়ারা জানতে পারবে, আর বি’ান গ্রাম থেকে তারা সরাসবি বিজ্ঞান, অভিজ্ঞতা লাভ করবে৷ তিনি আরও বলেন, সংসৃকতির জন্য আমাদের নজরুল কলাক্ষেত্র রয়েছে৷ সুকল কলেজের ছাত্রছাত্র যারা গবেষণা করে তাদের জন্য এটি খুব উপযোগী হয়ে উঠবে৷ এখানে একটি বিজ্ঞান উদ্যানও তৈরি হবে৷ তিনি জানান, আগামী সেপ্ঢেম্বরের মধ্যে এর নির্মাণ কাজ শেষ করার লক্ষ্য রয়েছে৷