শিমলা, ৮ জুলাই (হি.স.): প্রয়াত হলেন হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রবীণ কংগ্রেস নেতা বীরভদ্র সিং। শারীরিক অসুস্থতাজনিত কারণে শিমলার ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বীরভদ্র সিং, বৃহস্পতিবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে প্রবীণ এই কংগ্রেস নেতার বয়স হয়েছিল ৮৭ বছর। কোভিডে আক্রান্ত হয়েছিলেন বীরভদ্র সিং, করোনা-মুক্ত হলেও কোভিড-পরবর্তী সমস্যা থেকে গিয়েছিল।
ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল সুপার ডাঃ জনক রাজ জানিয়েছেন, “দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করার পর বৃহস্পতিবার ভোরে প্রয়াত হয়েছেন হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং। গত ৩০ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে, চিকিৎসকরা সর্বদা তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছিলেন। দু’দিন আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় এবং বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।” মেডিকেল সুপার আরও জানিয়েছেন, “করোনা-মুক্ত হলেও কোভিড-পরবর্তী সমস্যা থেকে গিয়েছিল তাঁর, যেমন নিউমোনিয়া। ডায়াবেটিস ও অন্যান্য স্বাস্থ্য সমস্যা ছিল তাঁর। শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় দু’দিন আগে তাঁকে ভেন্টিলেটরেও রাখা হয়েছিল।”
গত ১২ এপ্রিল করোনায় আক্রান্ত হয়েছিলেন এই প্রবীণ রাজনীতিক। ৩০ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফের অসুস্থবোধ করেন তিনি। সে সময় থেকে আইজিএমসি-তে চিকিৎসাধীন ছিলেন বীরভদ্র। ১১ জুন ফের সংক্রমণ দেখা দেয় তাঁর। তারপর থেকে একের পর এক শারীরিক সমস্যা দেখা দিয়েছিল তাঁর। চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার ভোরে প্রয়াত হলেন বীরভদ্র সিং। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর কুর্সিতে ছ’বার দেখা গিয়েছে বীরভদ্রকে, তিনিই হিমাচলের দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী। পাঁচ বারের সাংসদও ছিলেন এই প্রবীণ রাজনীতিক। বীরভদ্র সিংয়ের প্রয়াণে শোকের আবহ কংগ্রেস মহলে।
বীরভদ্র সিংয়ের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, “প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন বীরভদ্র সিংয়ের দীর্ঘ রাজনৈতিক কেরিয়ার ছিল। তিনি হিমাচল প্রদেশে মুখ্য ভূমিকা পালন করেছিলেন ও রাজ্যের জনগণের সেবা করেছিলেন। তাঁর মৃত্যুতে দুঃখিত। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা।” শোকপ্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। শোকবার্তায় রাহুল জানিয়েছেন, “একজন সত্যিকারের সাহসী ছিলেন বীরভদ্রজি। জীবনের শেষ দিন পর্যন্ত জনগণের সেবা ও কংগ্রেসের প্রতি তাঁর অঙ্গীকার উদাহরণ হয়ে থাকবে। আমরা তাঁকে ভীষণ মিস করব।” বীরভদ্র সিংয়ের প্রয়াণে ৩ দিন, ৮-১০ জুলাই রাজ্যে নীরবতা পালন করা হবে জানিয়েছে জয়রাম ঠাকুর সরকার।