Trinamool : তুষারের পদত্যাগ চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল, জমা দিয়েছে স্মারকলিপি

নয়াদিল্লি, ৫ জুলাই (হি.স.): বিজেপি বিধায়ক এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের জের, এবার সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়ার পদ থেকে তুষার মেহতার পদত্যাগ চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। সোমবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। এই দলে ছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও সুখেন্দু শেখর রায়।

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেছেন, গত ১ জুলাই একজন বিজেপি নেতা, বিধায়ক ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাসভবনে দেখা করেছিলেন, তারপরই ১০ আকবর রোডে সলিসিটর জেনারেলের বাড়িতে যান ওই বিজেপি নেতা। এ বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছি আমরা এবং স্মারকলিপি জমা দিয়েছি। অসদাচরণ ও অসঙ্গতির কারণে তুষার মেহতার পদত্যাগের দাবি জানাচ্ছি আমরা।


এদিন তৃণমূলের অপর সাংসদ সুখেন্দু শেখর রায় জানিয়েছেন, “তাঁর (শুভেন্দু অধিকারী) সঙ্গে দেখা করতে না পারায় তিনি (তুষার মেহতা) ক্ষমা চেয়ে নিয়েছেন। কিন্তু প্রশ্ন হল, তাঁকে সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়ার বাসভবনে যাওয়ার অধিকার কে দিয়েছে? বার কাউন্সিলের আইন, নৈতিকতা লঙ্ঘন করেছেন তুষার মেহতা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *