Jammu&Kashmir : আগে রাজ্যের মর্যাদা ফেরাতে হবে, তারপর ভোট জম্মু-কাশ্মীরে : গুপকার জোট

শ্রীনগর, ৫ জুলাই (হি.স.): সর্বপ্রথম জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে, তারপর বিধানসভা নির্বাচনের আয়োজন করা যাবে। সোমবার জানিয়ে দিল গুপকার জোট। একইসঙ্গে গুপকার জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, সংসদে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা সম্মান করতে হবে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে।

গুপকার জোটের মুখপাত্র এবং সিপিআই (এম) নেতা এম ওয়াই তারিগামি জানিয়েছেন, “যতদূর পর্যন্ত জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার বিষয়, সংসদে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, নিজেদের কথাকে তাঁদের সম্মান জানাতে হবে।” তারিগামি আরও জনিয়েছেন, জম্মু ও কাশ্মীরকে সম্পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার পরই বিধানসভা ভোট হতে পারে। প্রধানমন্ত্রীর সঙ্গে জম্মু ও কাশ্মীরের নেতাদের সর্বদলীয় বৈঠকের পরিণাম নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে গুপকার জোট। জোটের মতে, আত্মবিশ্বাস বৃদ্ধির যথেষ্ট অভাব রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *