ওয়াশিংটন, ৫ জুলাই (হি.স.): করোনার ভয় কাটিয়ে স্বস্তিতে দিন কাটাচ্ছে আমেরিকা। আমেরিকায় কমেই চলেছে করোনার দৈনিক সংক্রমণ, মৃত্যুও নিম্নমুখী। আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মাত্র ৪,১৬৯ জন (আগের দিনই আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজারের বেশি) । পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩৮ জনের। ফলে বাড়তে বাড়তে আমেরিকায় ৩৪,৫৯২,৩৭৭-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের সংক্রমণ।
আমেরিকায় সময় অনুযায়ী, রবিবার সন্ধ্যা পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর পর আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৬ লক্ষ ২১ হাজার ২৯৩ জনের। বিগত ২৪ ঘন্টায় (রবিবার সন্ধ্যা পর্যন্ত) নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৬৯ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৩৮ জনের। ফলে আমেরিকায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৩৪,৫৯২,৩৭৭-এ পৌঁছেছে, মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২৯,০৯৬,৮১৬ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৪৮ লক্ষ ৭৪ হাজার ২৬৮ জন।

