Blood crisis in Tripura : রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্ত সংকট দিনের পর দিন বেড়ে চলেছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই।। রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্ত সংকট দিনের পর দিন বেড়ে চলেছে। চাহিদামত রক্ত না পাওয়ায় চিকিৎসা ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। এই সমস্যা দূরীকরণে সকলকে এগিয়ে আসতে হবে। রবিবার আগরতলায় ছাত্র-যুব ভবনে আয়োজিত রক্তদান শিবিরের বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন বিরোধী দলনেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বামপন্থী ছাত্র যুবকরা প্রতি সপ্তাহেই আগরতলা শহর রাজ্যের বিভিন্ন স্থানে এ ধরনের রক্তদান শিবির সংগঠিত করে চলেছে।

ছাত্রজীবনের এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিরোধী দলের নেতা মানিক সরকার। ছাত্র জীবনের পাশাপাশি পুলিশ টিএসআর বিএসএফ আসাম রাইফেলস সিআরপিএফ সহ বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন গুলিকে রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন। বিরোধীদলীয় নেতা বলেন বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকার সময়ে নিরাপত্তাকর্মীরা নিয়মিতভাবে রক্তদান শিবির সংগঠিত করতেন। বর্তমান সরকারের আমলে এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে না।

এজন্য রক্তদাতারা দায়ী নয় বলে তিনি উল্লেখ করেন। রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট বাহিনীর আধিকারিকদের এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে হবে বলে তিনি মনে করেন। সকলে এগিয়ে আসলে তারা যে রক্তের কোন ঘাটতি থাকবে না বলে তিনি মনে করেন। বিরোধী দল নেতা মানিক সরকার বলেন রক্তদান পবিত্র কাজ। রক্তদানের অনুভূতিটাই অন্যরকম। প্রত্যেককেই রক্তদানে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।