Copa: ইকুয়েডরকে হারিয়ে কোপার সেমিফাইনালে আর্জেন্টিনা

ব্রাসিলিয়া, ৪ জুলাই (হি.স.) : কোপা আমেরিকা কাপের কোয়াটার্স ফাইনালে ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। গোল করলেন লিওনেল মেসি। সেই সঙ্গে দুটি গোল করিয়ে আর্জেন্টিনাকে কোপা আমেরিকার সেমিফাইনালে তুললেন মহাতারকা মেসি।

ইকুয়েডরের বিরুদ্ধে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের প্রথম একাদশে অ্যাঞ্জেল দি মারিয়া, সার্জিও আগুয়েরোকে রাখেননি আর্জেন্টিনা কোচ। লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ ও নিকোলাস গঞ্জালেসকে সামনে খেলিয়ে ৪-৩-৩ ছকে দল সাজিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। ফলে ম্যাচের প্রথম থেকেই আক্রমণে উঠতে থাকে নীল-সাদা জার্সির দল।
অন্যদিকে ৪-৩-৩ ছকে দল সাজিয়ে শুরুর দিকে আর্জেন্টিনাকে বেশ বেগ দিতে থাকে ইকুয়েডর। হাই-ভোল্টেজ ম্যাচে দুই দলের খেলোয়াড়রা একাধিকবার ঘাত-প্রতিঘাতে জড়িয়ে পড়েন। ফলে চোট-আঘাত বাড়তে থাকে। তারই মধ্য অব্যাহত থাকে লিওনেল মেসি ক্যারিশমা। ৪০ মিনিটের মাথায় দুর্দান্ত একটি মুভ তৈরি করে নীল-সাদা জার্সির দল। ১-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে লিওনেল মেসি শিবির।

দ্বিতীয়ার্ধে আক্রমণে আরও চাপ বাড়াতে থাকে আর্জেন্টিনা। একাধিকবার গোল করার কাছেও পৌঁছে যায় লিওনেল মেসি শিবির। কিন্তু ইকুয়েডরের দিশাহীন ফুটবলে কিছুটা হলেও খেই হারাতে শুরু করে আর্জেন্টিনাও। ৭১ মিনিটের মাথায় অভিজ্ঞ দি মারিয়াকে নামান আর্জেন্টিনা কোচ। এরপরই খেলায় ফের গতি সঞ্চার হয়। ৮৪ মিনিটের মাথায় দি মারিয়া, মেসি যুগলবন্দি থেকে তৈরি বল থেকেই গোল করেন মাটিনেজ।