Assam ULFA : সাৰ্বভৌমত্ব’-এর দাবি মানা যায় না, তাই পরেশ বরুয়ার সঙ্গে আলোচনায় মধ্যম পন্থা অবলম্বন চান মুখ্যমন্ত্ৰী

নয়াদিল্লি, ৩ জুলাই (হি.স.) : সাৰ্বভৌমত্ব-এর দাবি থেকে সরে আসতে চান না আলফা-র সেনাধ্যক্ষ পরেশ বরুয়া। তাঁর দাবিতে তিনি অনড়, অথচ সরকারও তাঁর এই দাবি মানবে না। এমতাবস্থায় আলফা-প্রধান পরেশ বরুয়ার সঙ্গে এ বিষয়ে আলোচনার পথ প্রশস্ত করতে মধ্যম পন্থা অবলম্বন চাইছেন অসমের মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা।

আজ শনিবার এখানে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা আলফা স্বাধীনের সঙ্গে শান্তি আলোচনা প্রসঙ্গে এই অভিমত ব্যক্ত করেছেন। তিনি বলেন, পরেশ বরুয়া নেতৃত্বাধীন আলফা স্বাধীনের সঙ্গে সম্মানজনক আলোচনার পথ বের করার অদম্য চেষ্টা করা হচ্ছে। তিনি আলোচনায় বসতে রাজি, তবে কোনও অবস্থাতেই সার্বভৌমত্বের দাবি থেকে সরছেন না। তাই উভয় পক্ষকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। তবে বহুচৰ্চিত আলফা স্বাধীন এবং সকরারের শান্তি আলোচনা প্ৰক্ৰিয়া সম্পর্কে কিছু ইতিবাচক ইঙ্গিতও দিয়েছেন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা৷ তিনি জানান, ইতিমধ্যে বেশ কয়েকজন ব্যক্তি মধ্যস্থতা করতে এগিয়ে এসেছেন। তাঁরা এই বিষয়টি নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করছেন৷ পরেশ বরুয়ার সঙ্গে সরাসরি তাঁরা কথা বলছেন। তাঁদের কাছ থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতে তিনি নিজে দিল্লির সঙ্গে ঘন ঘন এ ব্যাপারে কথা বলছেন৷ মুখ্যমন্ত্রী চান, অসমে শান্তি ফিরে আসুক।


হিমন্তবিশ্ব শর্মা বলেন, সাৰ্বভৌমত্বের স্থিতি নিয়ে অটল পরেশ বরুয়া। তিনি (পরেশ বরুয়া) আলোচনার টেবিলে বসতে রাজি, তবে সাৰ্বভৌমত্বের দাবি ছাড়ছেন না। তা কী করে হয়? মুখ্যমন্ত্রীর ভাষায়, ‘তিনি যেমন অসমকে পৃথক সার্বভৌম রাষ্ট্র বলে দাবি করছেন, আমিও তো দেশ তথা রাজ্যের সাৰ্বভৌমত্ব রক্ষার শপথ নিয়ে মুখ্যমন্ত্ৰী হয়েছি, জনপ্ৰতিনিধি হয়েছি৷ আমি সাৰ্বভৌমত্বের ভিত্তিতে কোনও কথা বলতে পারব না৷ এমতাবস্থায় আমি পরেশ বরুয়াকে বলব না যে আপনি সাৰ্বভৌমত্ব ছেড়ে আলোচনায় বসুন৷ কেননা, তিনি সারা জীবন এই বিষয়কে অবলম্বন করেই রয়েছেন৷ এখন আমি কেন তাঁকে সাৰ্বভৌমত্বের দাবি ছাড়ুন বলব? তাই আমাদের উভয়পক্ষের বাধ্যবাধকতা বুজতে হবে৷ সমঝোতার ভিত্তিতে আমাদেরকে সমাধানের পথ বের করতে হবে। তা হতে হবে মধ্যম পন্থার মাধ্যমে৷’


এদিকে বিশেষ সূত্রের খবরে প্রকাশ, দিল্লিতে মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্ৰী অমিত শাহ এবং রাষ্ট্ৰীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে আলফা স্বাধীন সম্পর্কে বিস্তৃতভাবে কথাবার্তা বলেছেন।