Pulwama : পুলওয়ামা-এনকাউন্টারে মৃত্যু ৩ লস্কর জঙ্গির, শহিদ সেনা জওয়ান

শ্রীনগর, ২ জুলাই (হি.স.): কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় এনকাউন্টারে নিকেশ হয়েছে ৩ জন লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদী। তবে দুঃখের খবর হল, সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর একজন জওয়ান। মৃত জওয়ান সেনাবাহিনীর হাবিলদার। পাশাপাশি একজন জঙ্গিকে ঘিরে ফেলেছে সুরক্ষা বাহিনী। বুধবার রাত থেকেই পুলওয়ামা জেলার রাজপোরা এলাকার হাঞ্জিন গ্রামে অভিযান চলছে। শহিদ সেনা জওয়ানের নাম জানা যায়নি।

কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় রাজপোরা এলাকার হাঞ্জিন গ্রামে লুকিয়ে রয়েছে কয়েকজন জঙ্গি। সেই খবর পাওয়ার পর বুধবার রাত থেকেই ওই গ্রামে অভিযান চালানো হয়। ঘিরে ফেলা হয় ৪ জন জঙ্গিকে। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন জখম হন একজন সেনা জওয়ান, পরে ওই জওয়ানের মৃত্যু হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও অভিযান জারি রয়েছে। কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, “পুলওয়ামা এনকাউন্টারে নিকেশ হয়েছে ৩ জন লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদী।