নিজস্ব প্রতিনিধি,উদয়পুর, ৩০ জুন৷৷ নেশা সর্বনাশা৷এই বাক্যটি অনেক সম্ভ্রান্ত পরিবারকে ছাড়খাড় করে দিচ্ছে৷ এই নেশায় আসক্ত হয়ে পিতা – মাতাকে অত্যাচারের পাশাপাশি চুরির হিড়িক বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত৷ আর এই ধরনের নেশায় উদ্বুদ্ধ হয়ে সাইকেল চুরির ঘটনা সংঘটিত হয়েছে উদয়পুর মাতাবাড়ি এলাকায়৷
সাইকেল চুরি করার অপরাধে এক যুববকে আটক করে উত্তম মধ্যম দিলো স্থানীয় মাতাবাড়ি বাজার চত্বর এলাকার ব্যবসায়ী জনগণ৷ মঙ্গলবার উদয়পুর মাতাবাড়ি বাজারে সংগঠিত হয় এই ধরনের সাইকেলে চুরির ঘটনা এই সাইকেল চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা মাতাবাড়ি সহ তৎসংলগ্ণ এলাকা৷ উল্লেখ্য, মঙ্গলবার সকালে স্থানীয় এক ব্যক্তির বাই সাইকেল নিয়ে বাজারে আসেন বাজার করার জন্য৷তিিিন সাইকেল টি রেখে বাজারে যেতেই সঞ্জয় রায় নামে পেশায় সেলুন দোকান কর্মচারী স্থানীয় এক যুবক সাইকেলটি চুরি করে পালিয়ে যায়৷
সঞ্জয় সাইকেল নিয়ে পিত্রা বাজারের একটি সাইকেল দোকানে ৬০০ টাকার বিনিময়ে বিক্রি করে দেয় বলে অভিযোগ৷ আর এই ঘটনা জানতে পেরে অভিযুক্ত যুবককে আটক করে জিজ্ঞেস করা হলে সঞ্জয় সাইকেল চুরির ঘটনা স্বীকার করে৷ পরবর্তীতে বাই সাইকেল টি যেখানে বিক্রি করা হয়ে ছিলো সে দোকান থেকে নিয়ে আসে৷ সমস্যার সমাধান হলেও মানুষ নেশায় আসক্ত হয়ে বিভিন্ন অপকর্মে নিজেকে নিয়োজিত করার প্রবনতা হ্রাসে সমাজের সকল অংশের মানুষের সহযোগিতা কামনা করছেন বুদ্ধিজীবি মাহল৷