ক্যাসপারের জোড়া গোল, ওয়েলসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ডেনমার্ক

লন্ডন, ২৭ জুন (হি.স.) : ইউরো কাপের প্রি কোয়ার্টার ফাইনালে ওয়েলসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে গেল ডেনমার্ক। গ্যারেথ বেলের দৌড় থেমে গেল ইউরোয়। ১৯৯২ সালের ২৬ জুন সুইডেনের মাঠে ইউরোপ সেরা হয়েছিল ডেনমার্ক। ২৯ বছর বাদের আরেক ২৬ জুনে ডেনমার্কের এই জয় ফুটবলে কম উল্লেখযোগ্য নয়। 

টুর্নামেন্টের প্রথম ম্যাচেই এরিকসনের ঘটনা ডেনমার্ককে জোরাল ধাক্কা দিয়েছিল। প্রথম ম্যাচেই ফিনল্যান্ডের কাছে মুখ থুবড়ে পড়েছিল তারা। কিন্তু তার পরে টুর্নামেন্ট যত এগোয়, ডেনমার্কও রং ছড়ায়। এর নেপথ্যে রয়েছেন হিউলমান্দ। দলটাকে এককাট্টা করেন তিনি। ছেলেদের থেকে সেরাটা বের করে নেন। সেই কারণেই ডেনমার্ককে এখন এত উজ্জ্বল দেখাচ্ছে। শনিবার ওয়েলস তারকা গ্যারেথ বেলের দৌড় থামিয়ে দিলেন ড্যানিশরা। জোহান ক্রয়েফ এরিনা থেকে মাথা নীচু করে মাঠ ছাড়তে হল বেলকে। অথচ কোপা দেল রে-তে আগুন জ্বালানো বেলের সেই দৌড় এখনও উজ্জ্বল ফুটবলপ্রেমীদের মনে। এদিন সেরকম দৌড় দেখা গেল না বেলের কাছ থেকে। 

২৭ মিনিটে ক্যাসপার বক্সের বাইরে থেকে বাঁক খাওয়ানো শটে ওয়েলসের জাল কাঁপান। ডেনমার্কই এবারের ইউরোয় একমাত্র দেশ যারা বক্সের বাইরে থেকে শটে বেশি গোল করেছে। ক্যাসপারও এদিন তাই করলেন। ওয়েলসের গোলকিপার ড্যানি ওয়ার্ড শরীর ছুড়ে দিলেন। কিন্তু বল তাঁর নাগাল এড়িয়ে জড়িয়ে যায় ওয়েলসের জালে।