আগরতলা, ২৬ জুন : আগরতলা-শিলচর স্পেশাল এক্সপ্রেসের ত্রিপুরায় ছয়টি স্টেশনে বাণিজ্যিক স্টপেজ সাময়িক প্রত্যাহার করেছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে। এদিকে, করোনা কারফিউর মেয়াদ বৃদ্ধি হওয়ায় আগরতলা-সাব্রুম রুটে একটি ডেমু ট্রেন যাত্রী পরিষেবা দেবে। বাকি ডেমু ট্রেনগুলি পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে বাতিল করেছে। মূলত, এই সমস্ত সিদ্ধান্ত করোনার প্রকোপের কারণেই গৃহীত হয়েছে।
করোনা কারফিউর জেরে আন্ত জেলা যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। যথারীতি যাত্রী ট্রেন পরিষেবাও সাময়িক প্রত্যাহার করেছিল রেলওয়ে। কিন্ত, এখন করোনা কারফিউ বিভিন্ন স্থানেই প্রত্যাহার করা হলেও আগরতলা পুর নিগম এবং ১০টি নগর এলাকায় সময়সীমা বাড়ানো হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ত্রিপুরা সরকারের আগ্রহে চারটি ডেমু ট্রেন পরিষেবা সাময়িক প্রত্যাহার করেছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে। শুধু আগরতলা-সাব্রুম রুটে একটি ট্রেন যাত্রী পরিষেবা দেবে।
এদিকে করোনার প্রকোপ বৃদ্ধি-তে আগরতলা-শিলচর স্পেশাল এক্সপ্রেসের ছয়টি স্টেশনে বাণিজ্যিক স্টপেজ সাময়িক প্রত্যাহার করেছে রেলওয়ে। ২৬ জুন থেকেই ওই ট্রেন পানিসাগর, পেচারথল, মনু, মুঙ্গিয়াকামী, জিরানিয়া এবং যোগেন্দ্রনগর স্টেশনে বাণিজ্যিক স্টপেজ দেবে না।

