অসমের কারবি আংলঙে পুলিশের সঙ্গে সংঘর্ষে খতম ইউপিআরএফ-এর দুই জঙ্গি

ডিফু (অসম), ২০ জুন (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা কারবি আংলঙে মুখোমুখি সংঘর্ষে পুলিশের গুলিতে ধরাশায়ী হয়েছে দুই জঙ্গি। রাজ্যের পুলিশ-প্রধান পুলিশের পদস্থ আধিকারিক জানান, আজ রবিবার সকালে কারবি আংলং জেলার সিংহাসন পাহাড়ের গভীর জঙ্গলে পুলিশের গুলিতে নিহত দুই জঙ্গিকে ‘ইউনাইটেড পিপলস রিভলিউশনারি ফ্রন্ট’ (ইউপিআরএফ)-এর সক্রিয় সশস্ত্র সদস্য বলে শনাক্ত করা হয়েছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ রবিবার সিংহাসন পাহাড়ে এই অভিযান চালায়।

পুলিশ অফিসার আরও জানান, নিহত ইউপিআরএফ-এর এই দুই জঙ্গি সদস্য মণিপুরের চূড়াচাঁদপুর জেলার কুখ্যাত ড্রাগ পাচারকারীর অধীনে অতি সক্রিয়ভাবে কাজ করত। এরা মণিপুর থেকে নেশাদ্রব্য এনে অসমে তাদের দালালদের হস্তান্তর করার কাজে নিয়োজিত ছিল। তিনি আরও জানান, ধরাশায়ী দুই জঙ্গির হেফাজত থেকে দুটি একে সিরিজের রাইফেল উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গক্রমে তিনি জানান, দিন কয়েক আগে কারবি আংলং পুলিশ দুই আন্তঃরাজ্য ড্রাগস পাচারকারীকে গ্রেফতার করেছিল। তাদের হেফাজত থেকে প্রায় সাত কোটি টাকার খাঁটি হেরোইন বাজেয়াপ্ত করেছিল পুলিশ।

উল্লেখ্য ২০২০ সালের সেপ্টেম্বর মাসে ইউপিআরএফ)-এর সেনাধ্যক্ষ মার্টিন কুকি বোকাজানের টৌকুলাংসোতে পিকনিকে আগত মানুষজনের সঙ্গে সেল্ফি উঠে চর্চায় এসেছিল। কিন্তু তার কয়েকদিন পর পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছিল মার্টিন কুকির। তার পর ২০২০ সালের ২১ ডিসেম্বর সংগঠনের সব সদস্য আত্মসমর্পণ করেছিল। কিন্তু কিছুদিন পর জঙ্গি সংগঠনটির বীরাপ্পান অর্জুন নামের দুই জঙ্গির নেতৃত্বে ছয় সাতজন পুনরায় অস্ত্র হাতে নিয়ে জঙ্গলে ফিরে যায়। অন্যদিকে বীরাপ্পান নতুন জঙ্গি সদস্য ভরতি করে তাদের বিভিন্ন কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল। অবশেষে আজ রবিবার পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই জঙ্গি নিহত হলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তবে এই খবর লেখা পর্যন্ত নিহত জঙ্গি সদস্যদের পরিচয় জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *