নয়াদিল্লি, ১২ জুন (হি.স.): গত ৪ মে থেকে এই নিয়ে ২৩ দিন, ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। শনিবারের মূল্যবৃদ্ধির পর দিল্লি ও কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম ৯৬ টাকা ছাড়িয়ে গেল। নতুন করে ২৭ পয়সা দাম বাড়ার পর রাজধানী দিল্লিতে শনিবার পেট্রোলের বর্ধিত দাম ৯৬.১২ টাকা এবং ২৩ পয়সা বৃদ্ধির ডিজেলের দাম ৮৬.৯৮ টাকা। কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে ২৬ পয়সা এবং ডিজেল ২৩ পয়সা। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের বর্ধিত দাম ৯৬.০৬ টাকা এবং ডিজেলের নতুন দাম ৮৯.৮৩ টাকা|
মুম্বইয়ে আরও দামি হল পেট্রোল ও ডিজেল। ২৬ পয়সা বেড়ে মুম্বইয়ে শনিবার পেট্রোলের দাম পৌঁছেছে ১০২.৩০ টাকায় এবং ২৪ পয়সা বেড়ে ডিজেলের দাম ৯৪.৩৯ টাকায় পৌঁছেছে। চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে হয়েছে, যথাক্রমে ৯৭.৪৩ টাকা প্রতি লিটার এবং ৯১.৬৪ টাকা প্রতি লিটার। চেন্নাইয়ে পেট্রোলের দাম বেড়েছে ২৪ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে ২২ পয়সা।
2021-06-12

