রিও ডি জেনেইরো, ১৯ মে (হি.স.): ব্রাজিলে মারণ করোনাভাইরাস কেড়ে নিল আরও ২ হাজার ৫১৭ জনের প্রাণ। তাছাড়া বিগত ২৪ ঘন্টায় অনেকটাই বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। বিগত ২৪ ঘন্টায় ব্রাজিলে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৭৪,৩৭৯ জন, এই সময়েই মৃত্যু হয়েছে ২,৫১৭ জনের। বিগত পাঁচ দিনের মধ্যে সংক্রমণ ও মৃত্যুর এই সংখ্যা সর্বোচ্চ।
ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) ২,৫১৭ জনের মৃত্যুর পর ব্রাজিলে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৯ হাজার ৩৭৯ জনের। মঙ্গলবার সারা দিনে ব্রাজিলে নতুন করে ৭৪,৩৭৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, সবমিলিয়ে এযাবৎ ব্রাজিলে ১৫,৭৩৫,৪৮৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪,২৪৭,৬০৯ জন। ব্রাজিলে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১,০৪৮,৪৯৭ জন।