নয়াদিল্লি, ১৯ মে (হি.স.): কোভিডে মৃত্যুর সংখ্যা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভারতে। প্রতিদিন অসংখ্য মানুষের মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে রাহুল গান্ধী টুইটারে লিখেছেন, “ভ্যাকসিন কমেই চলেছে, কোভিড মৃত্যু বেড়েই চলেছে । কেন্দ্রীয় সরকারের নীতি হল-মিথ্যের প্রচার, তথ্য লুকানো।”
দৈনিক মৃত্যুর নিরিখে সর্বকালীন রেকর্ড গ্রেই চলেছে ভারত, বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে করোনা-সংক্রমিত ৪,৫২৯ জন রোগীর। সবমিলিয়ে ভারতে মোট ২,৮৩,২৪৮ জন রোগীর মৃত্যু হয়েছে। কোভিডে মৃত্যুতে উদ্বিগ্ন রাহুল বুধবার সকালে টুইট করে লিখেছেন, “ভ্যাকসিন কমেই চলেছে ও কোভিড মৃত্যু বেড়েই চলেছে। কেন্দ্রীয় সরকারের নীতি-মনোযোগ নষ্ট করা, মিথ্যের প্রচার, চিৎকার করে তথ্য লুকানো।”