কাঠমান্ডু, ১৯ মে (হি.স.): জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। নেপালের সময় অনুযায়ী বুধবার সকাল ৫.৪২ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় কাঠমান্ডু থেকে ১১৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালের লামজুং জেলার ভুলভুলেতে। ভূমিকম্পে প্রাণহানি অথবা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
জাতীয় ভূমিকম্প মনিটারিং ও রিসার্চ সেন্টারের চিফ সিসমোলজিস্ট লোক বিজয় অধিকারী জানিয়েছেন, নেপালের সময় অনুযায়ী সকাল ৫.৪২ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় লামজুং জেলার ভুলভুলেতে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৮।