রাজ্যপালের দারস্থ হলেন সিপিএমের প্রতিনিধিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ রাজ্যের বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের উপর সম্প্রতি শান্তিরবাজারে সংঘটিত আক্রমণ নিয়ে বুধবার রাজ্যপাল রমেশ বৈসের দ্বারস্থ হয় সিপিএম৷ এই মর্মে চারজনের এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে একটি স্মারকলিপি জমা দিয়ে ওইদিনের ঘটনার যথাযথ বিচার-সহ বিরোধী দলের নেতা-বিধায়কদের উপযুক্ত নিরাপত্তার দাবি জানিয়েছেন৷ সিপিএমের প্রতিনিধি দলে ছিলেন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নারায়ণ কর, নরেশ জমাতিয়া, রমা দাস ও রাধাচরণ দেববর্মা৷


পরে মেলারমাঠে সিপিএমের রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে নারায়ণ কর বলেন, আমাদের স্মারকলিপি পেয়ে ও বক্তব্য শুনে রাজ্যপাল জানিয়েছেন, এ রাজ্যে সমস্ত রাজনৈতিক দলেরই নিজস্ব কর্মসূচি সংঘটিত করার অধিকার রয়েছে৷ বৃহস্পতিবার থেকে রাজ্যে কোনও রাজনৈতিক সন্ত্রাস হবে না বলে তিনি নিশ্চয়তা দিয়েছেন৷


একই সঙ্গে বলেছেন, ইতিমধ্যেই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশের মহানির্দেশকে ডেকেছেন৷ এছাড়া বিজেপি-র প্রদেশ সভাপতির সঙ্গেও কথা বলবেন৷ কথা বলবেন দক্ষিণ ত্রিপুরার জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গেও৷ সব মিলিয়ে রাজ্যে সমস্ত রাজনৈতিক দলেরই নিজস্ব কর্মসূচি করার সাংবিধানিক অধিকার থাকবে বলে রাজ্যপাল জানিয়েছেন৷ সিপিএমের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে নরেশ জমাতিয়া, রমা দাসও ছিলেন৷