স্বস্তির বৃষ্টিতে জলমগ্ণ রাজপথ দুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মে৷৷ স্বস্তির বর্ষণে জলমগ্ণ হল স্মার্ট সিটি আগরতলার বহু রাস্তা৷ বর্ষা মরশুম শুরুর আগে ও বর্ষা মরশুমে জল থৈ থৈ চেহারা নতুন নয়৷ ফ্লাডকন্ট্রোল মেশিন থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকায় মেশিনের মাধ্যমে জল সরানোর পরিকল্পনা নেয়া হয়েছে৷ বসানো হয়েছে একাধিক পাম্প৷ কিন্তু সময়ে মেশিনগুলো বা পাম্পগুলো কাজে লাগছে না৷ যার খেসারত দিতে হয় নগরবাসীকে৷


শুক্রবার বৃষ্টির শেষেও এর ব্যতিক্রম হয়নি৷ সামান্য বৃষ্টিতেই যদি জল জমে যায় তাহলে সবথেকে বেশি সমস্যার সম্মুখীন হতে হয় ব্যবসায়ীদের৷ অতি ক্ষূদ্র ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি সইতে হয় আরো বেশি৷ শুক্রবার দুপুর গড়িয়ে বিকেল৷ ঠিক তখনই দু’এক ফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়েছে৷ আস্তে আস্তে বৃষ্টি পড়তে থাকে৷


এরই মধ্যে মুশল ধারে বৃষ্টি শুরু হয়৷ সাথে দমকা হাওয়া৷ হঠাৎ-ই বৃষ্টির সাথে শুরু হয় ঝড়৷ ঝড়ে কোন কোন জায়গায় রাস্তায় পড়ে থাকে গাছের ডালপালা৷ বহু বাড়িঘরেরও ক্ষতি হয়েছে৷ গাছের ডাল পড়ে ঘরের চালা ভেঙেছে এদিনের ঝড় বৃষ্টির ফলে৷ দীর্ঘসময় বৃষ্টি হয়েছে, যথেষ্ট ভারী৷ যেকারণে কম সময়ের মধ্যেই শহরের বিভিন্ন রাস্তায় জল জমে যায়৷ বিশেষ করে নিচু এলাকায় জল জমে যাওয়ায় বেশি অসুবিধা হয়৷ এই চিত্র ছিল শকুন্তলা রোড, প্যারাডাইস, আরএমএস, বিদুরকর্তা চৌমুহনি, এডভাইজার চৌমুহনি, মধ্যপাড়া সহ বিভিন্ন এলাকায়৷