চেন্নাই, ৮ মে (হি.স.): করোনাভাইরাসের বাড়বাড়ন্তে নাজেহাল অবস্থা ভারতের। ভারতের বিভিন্ন রাজ্যের মতোই বেসামাল হয়ে পড়েছে তামিলনাড়ুও। তামিলনাড়ুকে করোনার প্রকোপ থেকে বাঁচাতে কঠোর সিদ্ধান্ত নিল এম কে স্ট্যালিন সরকার। করোনার প্রকোপ রুখতে দু’সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে তামিলনাড়ুতে। শনিবার তামিলনাড়ু সরকার জানিয়েছে, ১০ মে (সোমবার) থেকে আগামী দু’সপ্তাহ লকডাউন লাগু থাকবে। এই সময়ে শুধুমাত্র জরুরি পরিষেবাকেই লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে।
শনিবার এম কে স্ট্যালিন সরকারের তরফে জানানো হয়েছে, কোভিডের দ্বিতীয় ঢেউয়ের জেরে তৈরি হওয়া ‘অনিবার্য পরিস্থিতি’তে সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হল। সোমবার, ১০ মে থেকে দক্ষিণের এই রাজ্যে শুরু হবে লকডাউন। তা চলবে ২৪ মে পর্যন্ত। যদিও এই লকডাউনের সময় মুদিখানা, সব্জি, মাছ, মাংসের দোকান বেলা ১২টা অবধি খোলা রাখা যাবে। বাকি সব দোকান থাকবে বন্ধ। মদের দোকানও সম্পূর্ণ বন্ধ। রেস্তরাঁগুলি থেকে শুধু মাত্র হোম ডেলিভারি করা যাবে। জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরা কাজে যেতে পারবেন। বাকিদের বাড়ি থেকে কাজ করতে হবে। অবশ্য লকডাউনে পেট্রল পাম্প খোলা থাকবে সে রাজ্যে। মানুষ যাতে লকডাউনের প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করে রাখতে পারেন সে জন্য শনিবার এবং রবিবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকান খুলে রাখার অনুমতি দেওয়া হয়েছে।