আমেরিকায় কোভিডে ৭৭৭ জনের মৃত্যু, সুস্থতার হার ক্রমেই বাড়ছে

ওয়াশিংটন, ৮ মে (হি.স.): আমেরিকায় আরও ৭৭৭ জনের প্রাণ কেড়ে নিল করোনাভাইরাস। মার্কিন মুলুকে ফের বাড়ল করোনার সংক্রমণ, বাড়ল মৃত্যুর সংখ্যাও। আমেরিকায় শুক্রবার সারাদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৯,৪৯১ জন। ফলে আমেরিকায় ৩৩,৪১৮,৮২৬-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের মোট সংক্রমণ। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৭৭৭ জনের, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৭৭৭ বেড়ে আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৯৪ হাজার ৯১১ জনের।

মার্কিন মুলুকে বিগত ২৪ ঘন্টায় (শুক্রবার সন্ধ্যা পর্যন্ত) নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৪৯১ জন। ফলে আমেরিকায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৩৩,৪১৮,৮২৬-এ পৌঁছেছে, মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২৬,৩২৪,৭৫৭ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৭৭৭ জনের। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৬৪ লক্ষ ৯৯ হাজার ১৫৮ জন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *