ভ্যাকসিন না পেলে গ্যাসের ডেলিভারি বন্ধ রাখার হুশিয়ারি তুফানগঞ্জে

06/05/2021
তুফানগঞ্জ, ৬ মে (হি. স.) :  করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর।  এই পরিস্থিতিতে জীবনের ঝঁকি নিয়েই তাদের পরিষেবা বহাল রেখে চলেছেন রান্নার গ্যাস ডেলিভারি বয়েরা। তবে এবার তারা ভ্যাকসিন না পেলে গ্যাসের ডেলিভারি বন্ধ রাখার দাবি জানিয়েছেন    কোচবিহারের তুফানগঞ্জের গ্যাস ডিস্ট্রিবিউটরদের কাছে ।
তাদের দাবি, কোভিড আবহে পরিষেবা স্বাভাবিক রাখার কাজ করে চললেও ভ্যাকসিন পাইনি। জীবনের ঝঁকি নিয়েই কাজ করতে হচ্ছে। দ্রুত আমাদের ভ্যাকসিন দেওয়া না হলে আমরা কাজে যোগ দেব না। তুফানগঞ্জের মহকুমা শাসক কৌশিক সিনহা বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে কেউ এই বিষয় নিয়ে দাবি সনদ দিতে চাইলে আসতে পারেন।