যোধপুর, ৬ মে (হি. স.) : করোনায় আক্রান্ত ধর্মগুরু আসারাম বাপু ৷ ধর্ষণ মামলার অভিযোগে যোধপুরের জেলে বন্দী থাকাকালীন আক্রান্ত হন তিনি৷ বুধবারই তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে ৷ তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার সকালে তাঁকে যোধপুরের মহাত্মা গান্ধি হাসপাতালের আইসিইউতে ভরতি করা হয়েছে ৷ কিছুদিন আগে তাঁর শরীরে করোনার মৃদু উপসর্গ দেখা দিয়েছিল ৷ এরপরই তাঁর করোনা পরীক্ষা করানো হলে বুধবার সন্ধ্যায় রিপোর্ট পজ়িটিভ আসে ।
উল্লেখ্য, গত মাসে যোধপুর কেন্দ্রীয় সংশোধনাগারে কয়েকজন বন্দী করোনায় আক্রান্ত হয়েছেন । এদিকে, তাঁর খবর পাওয়ার পর থেকে অনুগামীদের অনেকেই হাসপাতালের বাইরে ভিড় করা শুরু করে । পরিস্থিতি সামাল দেওয়া পুলিশের কাছে চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে। আইসিইউতে ভর্তি হওয়ার আগে আসারাম বাপু ভক্তদের উদ্দেশে তিনি জানান, শরীরের যন্ত্রণা সহ্য করা যায় ৷ কিন্তু, ভক্তদের মনের কষ্ট সহ্য করা যায় না ৷ ভক্তদের আশীর্বাদে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসব ৷