পশ্চিমবঙ্গে নির্বাচনোত্তর সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠবে ত্রিপুরাও : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ মে (হি. স.)৷৷ পশ্চিমবঙ্গে নির্বাচনোত্তর সন্ত্রাসের প্রতিবাদে আগামীকাল থেকে দুই দিন সারা দেশের সাথে ত্রিপুরায় প্রত্যেক মন্ডলে কোভিড বিধি মেনে ধিক্কার জানাবে বিজেপি৷ পাশাপাশি, আগামীকাল সন্ধ্যা সাতটা-য় ত্রিপুরায় প্রত্যেক বিজেপি কার্যকর্তা নিজ বাড়িতে ৫টি করে ছোট মোমবাতি জ্বালাবেন৷ পশ্চিমবঙ্গে নির্বাচনোত্তর অমানবিক অত্যাচারের বিরুদ্ধে এভাবেই গর্জে উঠবে ত্রিপুরা, জানালেন বিপ্লব কুমার দেব৷


এদিন তিনি বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল-র বিজয়ে তাদের অভিনন্দন জানাচ্ছি৷ কিন্ত, সেখানে বিজেপি কার্যকর্তা-দের উপর যেভাবে অমানবিক অত্যাচার চলছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি৷ তিনি বলেন, অসম-এ বিজেপি ক্ষমতায় এসেছে৷ কিন্ত, একটিও রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেনি৷ ত্রিপুরায়, ২০১৮ সালে নির্বাচনের পর দীর্ঘ বছরের সন্ত্রাসের সংসৃকতি বন্ধ হয়েছে৷


তাঁর কথায়, নির্বাচনের পর বিজয় মিছিল হওয়া উচিত, খুন নয়৷ তাই, পশ্চিমবঙ্গে বর্তমান অশান্ত পরিস্থিতির বিরুদ্ধে সারা দেশ প্রতিবাদ জানাচ্ছে৷ তিনি বলেন, পশ্চিমবঙ্গে সমস্ত বিজেপি কার্যকর্তা-দের পাশে রয়েছে গত দেশ৷ তাই, ত্রিপুরা-ও সারা দেশের সাথে প্রতিবাদে গর্জে উঠবে বলে স্থির করেছে৷


নৈতিক দায়িত্ববোধ থেকে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী হওয়া উচিত নয়৷ কারণ, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তাঁর দল জিতেছে ঠিকই, কিন্ত তিনি পরাজিত হয়েছেন৷ আজ সাংবাদিক সম্মেলনে একথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷
এদিন তিনি বলেন, এমন অনেকেই নির্বাচনে না লড়ে মুখ্যমন্ত্রী হয়েছেন৷ কিন্ত, মমতা ব্যানার্জি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং হেরেছেন৷ তাঁর দাবি, নন্দীগ্রামবাসী মমতার পক্ষে রায় দেননি৷ তাঁর কটাক্ষ, ত্রিপুরায় আগামী নির্বাচনে আমি হেরে গেলে মুখ্যমন্ত্রী কখনই হব না৷
তিনি বলেন, নৈতিক দায়িত্ববোধ থেকে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী হওয়া উচিত নয়৷ কারণ, গত দুই নির্বাচনে জনগণ তাঁকে নির্বাচিত করেছেন৷ এবার নির্বাচনে রায় তাঁর বিরুদ্ধে গেছে৷ সাথে তিনি যোগ করেন, এখন মমতা ব্যানার্জি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে বলে দাবি করছেন৷ বিদ্রুপের সুরে বিপ্লব দেব বলেন, পরাজয় যদি ষড়যন্ত্র হয়, তাহলে নির্বাচনে বিজয়ের পেছনেও ষড়যন্ত্র হওয়া স্বাভাবিক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *